মেখলীগঞ্জে ডিএসও’র ৬৫তম প্রতিষ্ঠা দিবসে দাবী উঠলো স্কুলে পাস-ফেল চালু করার

স্বপন রায় বীর (টি.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, মেখলীগঞ্জ, ২৯শে ডিসেম্বর, ২০১৮: গতকাল ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসও’র ৬৫তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কুচবিহার জেলার মেখলীগঞ্জ প্রতিষ্ঠা দিবস পালন করল ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসও। এই দিন সংগঠনের পতাকা উত্তোলন করেন সংগঠনের জেলা সহ সভাপতি কমরেড শ্রী রণজিৎ রায়। শিবদাস ঘোষের প্রতিকৃতিতে মাল্যদান করেন সংগঠনের কুচবিহার জেলা কমিটির সদস্য শ্রী কৃষ্ণ বসাক প্রতিষ্ঠা দিবস অবিলম্বে পাশ ফেল প্রথম শ্রেণী থেকেই চালুর আহ্বান রাখা হয় অবিলম্বে পাশ ফেল চালু না হলে ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান করা হয়। পাশাপাশি ওডিসা সরকারের মত পশ্চিমবঙ্গেও প্রথম শ্রেণি থেকেই পাশ ফেল চালুর দাবিতে মেখলীগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল সংগঠিত করলো ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডি.এস.ও। উল্লেখ্য, গত বছর রাজ্যের শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা প্রথম শ্রেণি থেকেই পাস ফেল চালু করবেন কিন্তু সরকার তথা শিক্ষা মন্ত্রী প্রতিশ্রতি রাখেননি৷ তারই প্রতিবাদে নামল অল ইন্ডিয়া ডিএসও৷

ছবি: স্বপন রায় বীর (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!