সিএবি উইমেন্স ইন্টার ডিস্ট্রিট ক্রিকেট গ্রুপ-এ চ্যাম্পিয়ন হল শিলিগুড়ি
প্রনব দাস (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ২৮শে ডিসেম্বর, ২০১৮: সি.এ.বি পরিচালিত সিনিয়র উইমেন্স ইন্টার ডিস্ট্রিট ক্রিকেট টুর্নামেন্টের গ্রুপ-এ চ্যাম্পিয়ন হল শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ একাদশ। আজ গ্রুপ লীগের শেষ ম্যাচে শিলিগুড়ির চান্দমুনি ক্রিকেট মাঠে পরস্পর মুখোমুখি হয় শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ একাদশ এবং উত্তর দিনাজপুর ডি.এস.এ একাদশ। প্রথমে টসে জিতে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ একাদশ ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। সেই মোতাবেক শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ একাদশ ব্যাট করে ৪০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৩২১ রানের বিশাল স্কোর করে। শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ একাদশের হয়ে উল্লেখযোগ্য রান করে কাকুলী সিংহ (৭১), প্রিয়ঙ্কা কুর্মী(৪২), পুনম সনি (৩৮), এবং পূজা অধিকারি (২৯)। উত্তর দিনাজপুর ডি.এস.এ একাদশের হয়ে ভাল বল করে অঙ্কিতা সিনহা এবং সৃষ্টি রায়। দুজনেই টিমের হয়ে ১টি উইকেট দখল করে। এরপর ৩২২ রানের বিরাট লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে মাঠে নামে উত্তর দিনাজপুর ডি.এস.এ একাদশ টিম। প্রত্যাশা মতই রানের চাপ সহ্য করতে না পরে তাসের ঘরের মত উইকেট পরতে পরতে ৪০ ওভারে মাত্র ৭১ রান করে ৯ উইকেট হাড়িয়ে উত্তর দিনাজপুর ডি.এস.এ একাদশ টিম ইনিংস শেষ হয়। উত্তর দিনাজপুর ডি.এস.এ একাদশের হয়ে সর্বোচ্চ রান হল ১২ যা করে শিল্পী দাস। শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ একাদশের হয়ে ৩ উইকেট দখল করে অরুনা বর্মণ। যথারীতি শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ একাদশ ২৫০ রানের বিরাট ব্যাবধানে জয়লাভ করে গ্রুপের চ্যাম্পিয়ন হয়।
ছবি: প্রনব দাস (টি.এন.আই)