উত্তরবঙ্গের আদর্শ ইসলামপুরের মিলনপল্লী ইলেভেন স্টার ক্লাব

দীপঙ্কর দে

ইসলামপুরের মিলনপল্লী ইলেভেন স্টার ইতিমধ্যেই উত্তরবঙ্গের বুকে এক খ্যাতনামা আদর্শ ক্লাব হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করে ফেলেছে। সেই সুনাম বজায় রেখে প্রতিবছর ধারাবাহিকভাবে শ্যামলী দাস মিশ্র মেমোরিয়াল ১০ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগীতা পরিচালনা করে আসছে। পাশাপাশি দেবেন দাস মেমোরিয়াল চ্যাম্পিয়ন ও অনিতা দাস মেমোরিয়াল রানার্স আপ নক আউট ব্যাডমিন্টন টুর্নামেন্টও ইলেভেন স্টারের পরিচালনায় ইতিমধ্যেই উত্তরবঙ্গ খ্যাত ব্যাডমিন্টন টুর্নামেন্ট হিসাবে পরিচিত হয়েছে। এছাড়া আজও নিঃশব্দে ইসলামপুরে খেলার মাঠের আন্দোলন চালিয়ে যাচ্ছে ইলেভেন স্টার। আর তাই তাদের সারা বছরের সমস্ত ক্রীড়া ও সাংস্কৃতিক সহ বিভিন্ন অনুষ্ঠানে কখনও ফ্লেক্স বা কখনও প্রতিযোগীদের ড্রেসে রিবন আকারে খেলার মাঠ চাই এর দাবী বর্তমান। ইসলামপুরের কলতাহার কালীবাড়ি থেকে মিলনপল্লী দুর্গামন্দির প্রাঙ্গণ পর্যন্ত ১০ কিলোমিটার ম্যারাথন দৌড়ে পুরুষ ও মহিলা বিভাগে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে যুবক যুবতীরা অংশগ্রহণ করেছে। ১০ কিলোমিটার ম্যারাথন দৌড়ে পুরুষ বিভাগে আলিপুরদুয়ারের হাসিবুল হক প্রথম, রায়গঞ্জের বাবলু মন্ডল দ্বিতীয় ও আনন্দ বর্মন তৃতীয় স্থান অধিকার করে। পাশাপাশি মহিলা বিভাগে চোপড়ার অনিতা সিংহ প্রথম ও ইসলামপুরের অমলঝারীর পঞ্চমী সিংহ দ্বিতীয় স্থান অধিকার করেছে। ব্যাডমিন্টন টুর্নামেন্টের সূচনা করেন ইসলামপুরের পুরচেয়ারম্যান তথা বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল। ব্যাডমিন্টন টুর্নামেন্টে উত্তরবঙ্গের দার্জিলিং, শিলিগুড়ি, মালদা, কার্শিয়াং, কালিম্পিঙ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ মোট ২৮টি দল অংশগ্রহণ করে। আশ্চর্যজনকভাবে আলিপুরদুয়ারের দুটি টিম টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স খেতাব অধিকার করে নেয়। খেতাব জয়ীদের হাতে নগদ পুরস্কার ও ট্রফি তুলে দেওয়া হয়।

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!