হাওড়ায় সংবর্ধিত কবি বিশ্বনাথ লাহা, পেলেন কবি মদন ভড়স্মৃতি পুরস্কার
সুশান্ত নন্দী (টি.এন.আই সংস্কৃতি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, হাওড়া, ২৭শে ডিসেম্বর, ২০১৮: দু’ মুঠো পাগল ধান” সাহিত্য পত্রিকার আয়োজনে দ্বিতীয় বর্ষের কবিতা উৎসব অনুষ্ঠিত হয় ১৬ ডিসেম্বর। হাওড়া জেলার একমাত্র দ্বীপাঞ্চল ভাটোরা জয়পুর রূপনারায়ণ প্রাথমিক বিদ্যালয়ে। এবছর প্রথম “কবি মদন ভড় স্মৃতি পুরস্কার” প্রদান করা হয় কবি বিশ্বনাথ লাহা কে এবং “মদন ভড় স্মৃতি সম্মান “প্রদান করা হয় কবি ও সম্পাদক ভূতনাথ পানিগ্রাহীকে। সম্মান স্মারক তুলে দেনকবি মদন ভড়ের পত্নী বাসন্তীকা ভড়। বিশেষ সম্মান জানানো হয় শিল্পী সৈকত নায়েক ও নবকুমার নন্দী মহাশয়কে। বাংলার বিভিন্ন জেলা থেকে শতাধিক কবি এই উৎসবে অংশ নেন। উদ্বোধন করেন কবি সুজিত সরকার, উপস্থিত ছিলেন অধ্যাপক ডঃ রমেশ মুখোপাধ্যায়, শ্রী অসিত মিত্র (বিধায়ক), শ্রী সুকান্ত পাল (সভাপতি পঞ্চায়েত সমিতি), কবি প্রণবেন্দু বিশ্বাস, ওয়াজেদ আলী, আমীরুল ইসলাম চৌধুরী ও হেমন্ত রায়। সুচনা সংগীত পরিবেশন করেন অভিনিকা চক্রবর্তী, নৃত্যে নেহাজানা। পত্রিকা প্রকাশ করেন মঞ্চে উপস্থিত সকল অতিথি বৃন্দ সহ পত্রিকা সম্পাদক নির্মল কর ও প্রধান উপদেষ্টা কবি সাতকর্ণী ঘোষ।কবিতা পাঠ করেন শঙ্কর ঘোষ, নিমাই আদক, প্রদীপ কুমার চক্রবর্তী, বুদ্ধদেব মণ্ডল, অমিত গোলুই, সূরজ দাস, কৌশিক দাস, প্রণয়কান্তি কপাট, সত্যব্রত মণ্ডল প্রমুখ। আবৃত্তি পরিবেশন করেন একপর্ণা প্রধান, তৃষা ভট্টাচার্য ও সাগ্নিক ঘোষ। সঞ্চালনায় সাতকর্ণী ঘোষ ও হেমন্ত রায় ও পরিচালনায় সম্পাদক নির্মল কর।
ছবি: সুশান্ত নন্দী (টি.এন.আই)