৪তুর্থ বার ক্যারামে রাজ্য সেরা দুর্জয় কে সংবর্ধনায় স্বাগতম জানালো শিলিগুড়ি
আর.সুব্রত (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ২৭শে ডিসেম্বর, ২০১৮: অনেকবার রাজ্য সেরা হয়েছে প্রতিবার চিত্রটা একই ছিল। এবারেও মনে অন্যথা হওয়ার আশাই ছিল। নিঃশব্দে যাও, নিঃশব্দে খেলো, নিঃশব্দে জেত এবং নিঃশব্দে ফেরো। তবে এবার হলো একেবারে অন্যরকম। উম্নাদনা দেখা গেল শিলিগুড়ির ক্যারাম প্রেমীদের মধ্যে। মালা, ফুল হাতে শহরের ক্যারাম প্রেমিরা পৌঁছে গেল এন.জে.পি ষ্টেশনে। এর কারন গত পরশুদিন ৪তুর্থ বারের জন্যে স্টেট র্যাঙ্কিং ক্যারাম (২৯ইঞ্চ) সিংলস (পুরুষ) চ্যাম্পিয়ন শিলিগুড়ির দুর্জয় ঘোষ।
হাওড়ায় আয়োজিত এই চ্যাম্পিয়নশিপের ফাইনালে শিলিগুড়ির দেশবন্ধুপাড়ার দুর্জয় হুগলীর দ্বীপ ঠাকুরকে হারায় ২-১ সেটের ব্যবধানে। টি.এন.আই এর পক্ষ থেকে দুর্জয় কে এই জয়ের ব্যাপারে জিজ্ঞাস করা হলে তিনি বলেন “সরকারি বা বেসরকারি পৃষ্টপোষকতাহীন অবস্থার মধ্যেও শহরের ক্যারাম প্রেমীদের আবেগ দেখে আপ্লুত হয়েছি। ট্রেন লেট করার পরেও সাপর্টাররা গভীর রাতেও অভিনন্দন জানায়। তাই জন্যে আমি কৃতজ্ঞ”।
দুর্জয় ছারাও বেশ কয়েকটা ইভেন্টে পদক জিতেছে যেমন জুনিয়র বয়েজ বিভাগে অভিষেক মিঞ্জ (চ্যাম্পিয়ন) এবং সৌম্যজিত চক্রবর্তী (তৃতীয়)। জুনিয়র গার্লস বিভাগে পাপিয়া বিশ্বাস (রানার্স)। ক্যাডেট বয়েজ বিভাগে পৃথ্বী সাহা (রানার্স)। সব খেলোয়াড়রা এক সাথেই আসে। সবাই কে শিলিগুড়ি ডিস্ট্রিট ক্যারাম অ্যাসোসিয়েশন এবং বেশ কিছু ক্যারাম প্রেমিরা সম্বর্ধনা জানায়। তবে আপ্লুত হয়েও দুর্জয়ের মুখে একটাই কথা “উত্তরবঙ্গে ক্যারামের এখনো অনেক পথ চলার বাকি”।
ছবি: শিলিগুড়ি ডিস্ট্রিট ক্যারাম অ্যাসোসিয়েশন