মহিলা জেলা ক্রিকেটে কুচবিহারকে হেলায় হারাল শিলিগুড়ি মহকুমা পরিষদ একাদশ
প্রনব দাস (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ২৩শে ডিসেম্বর, ২০১৮: সি.এ.বি পরিচালিত সিনিয়র উইমেন্স ডিস্ট্রিট ক্রিকেট ম্যাচে শিলিগুড়ির চান্দমুনি ক্রিকেট মাঠে আজকের পরস্পর মুখোমুখি হয় শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ একাদশ এবং কুচবিহার ডি.এস.এ একাদশ। প্রথমে টসে জিতে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ একাদশ ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। সেই মোতাবেক শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ একাদশ ব্যাট করে ৪০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২২৪ রান করে ফেলে। শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ একাদশের হয়ে উল্লেখযোগ্য রান করইর অঙ্কিতা মাহাতো (৮১ নট আউট), প্রিয়াঙ্কা কুমারী (২৯), পূজা অধিকারী (২১) এবং কাকুলি সিংহ (২৫)। কুচবিহার ডি.এস.এ একাদশের হয়ে ভাল বল করে মল্লিকা রায়। সে টিমের হয়ে ৩টি উইকেট দখল করে। এরপর ২২৫ রানের লক্ষ্যমাত্রা রেখে ব্যাট করতে মাঠে নামে কুচবিহার ডি.এস.এ একাদশ টিম। তাসের ঘরের মত উইকেট পরতে পরতে মাত্র ৩৩.৬ ওভারে ৯১ রান করে অলাউট হয় গোটা কুচবিহার ডি.এস.এ একাদশ টিম। কুচবিহার ডি.এস.এ একাদশের হয়ে একমাত্র ৩০ রান করেন সামইতা রায় প্রধান। শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ একাদশের হয়ে ৫ উইকেট দখল করে পূজা অধিকারী। যথারীতি শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ একাদশ ১৩৩ রানের বিশাল ব্যাবধানে জয়লাভ করে। শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ একাদশের পরের খেলা এই মাসের ২৭ তারিখ।
ছবি: প্রনব দাস (টি.এন.আই)