নাগরাকাটায় হাইটেনশন টাওয়ারে কাজ করতে গিয়ে মৃত দুই

সুপ্রিয় বসাক (টী.এন.আই) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই নাগরাকাটা ১০ই জানুয়ারি ২০১৮: হাইটেনশন বিদ্যুতের টাওয়ারে কাজ করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হক দুই বিদ্যুৎকর্মী,ঘটনায় আহত হলেন আরো এক বিদ্যুৎকর্মী।ঘটনাটি ঘটেছে :বুধবার সকালে নাগরাকাটা ব্লকের শিবচুতে।সুত্রে জানা গিয়েছে ১ লক্ষ ৩২ হাজার ভোল্টের হাইটেনসন টাওয়ারে  কাজ করছিলেন ঐ কর্মীরা। মৃতদের নাম নিরঞ্জন মাহাত (২৮),পুরান মাহাত(৩০), আহত  ব্যাক্তির নাম, দৌলত মাহাত (৩০)। মৃত ও আহতদের বাড়ি ঝাড়খন্ডে। এদিন সকালে শিবচু এলাকাস্থিত এস এস বি ক্যাম্পের ভেতরে এবং বাইরে থাকা বিদ্যুৎ দফতরের টাওয়ারে কাজ চলছিল। ক্যাম্পের ভিতরের এবং বাইরের টাওয়ারে কর্মরত তিনজনই বিদ্যুৎপৃষ্ঠ হয়।ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হলেও বাকি একজন আহত হয়। টাওয়ারে এদিন এই তিন জন সকালেই ওঠে যায় কাজ করতে। নিউট্রাল ফেজে কাজ করছিল। হঠাৎই সেই ফেজেই বিদ্যুৎ সংযোগ হয়ে গেলে বিপত্তি ঘটে। পুলিশ সুত্রে জানা গিয়েছে মৃতদেহ দুইটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।আহত ব্যক্তির চিকিৎসা চলছে।পুরো বিষয়টি তদন্ত সাপেক্ষ।তবে ঠিক কি কারনে নিউট্রাল ফেজে বিদ্যুৎ সংযোগ আসল তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ছবিঃ সুপ্রিয় বসাক (টী.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!