ইসলামপুর মহকুমা হাসপাতালে অ্যাম্বুল্যান্স প্রদান করা হল
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ২৯শে জানুয়ারি ২০১৮: ইসলামপুরের চিকিৎসা পরিষেবা গ্রামাঞ্চলে পৌছে দিতে সাংসদ তহবিল থেকে সোমবার তিনটি অ্যাম্বুল্যান্স প্রদান করা হয়। ইসলামপুর মহকুমা হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে তিনটি অ্যাম্বুল্যান্স নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধানের হাতে তুলে দেওয়া হয়। জানা গিয়েছে, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ মহঃ সেলিম তাঁর তহবিল থেকে ইসলামপুর মহকুমার গোয়ালপোখর-২ ব্লকের গ্রাম পঞ্চায়েতের নিজামপুর-২ ও কানকি গ্রাম পঞ্চায়েত এবং হেমতাবাদ ব্লকের নওদা গ্রাম পঞ্চায়েতকে এদিন তিনটি অ্যাম্বুল্যান্স প্রদান করেন। সাংসদ মহঃ সেলিম বলেন, সারা দেশের মধ্যে শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা সবচেয়ে বেশি খারাপ থাকার কারনে গোয়ালপোখর ব্লককে বেশি অ্যাম্বুল্যান্স প্রদান করা হলো। এছাড়া ইসলামপুর ব্লকের কোনও গ্রাম পঞ্চায়েত প্রধান কোনও প্রস্তাব না দেওয়ার কারণে তাদের দেওয়া গেল না। তবে এটা আমার পকেটের টাকা নয় দেশের মানুষের টাকা। মানুষ যা ট্যাক্স দেয় তা থেকেই এলাকার উন্নয়নে অর্থ বরাদ্দ করা হয়। আমার আশা পঞ্চায়েত গুলো এই অ্যাম্বুল্যান্স গুলিকে ভালোভাবে ব্যবহার করবে।
ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)