জাগরণী ক্রিকেটে ১১৭ রানে বহরমপুরের বিরুদ্ধে জয়লাভ করল পাটনা

প্রনব দাস (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ২০ই ডিসেম্বর, ২০১৮: শিলিগুড়ি জাগরণী সংঘ দ্বারা আয়োজিত ১৯তম সারা বাংলা ডে-নাইট নক আউট মাষ্টার প্রিতনাথ গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টে আজকের খেলায় পরস্পর মুখোমুখি হয় পাটনা ক্রিকেট অ্যাকাডেমি (পি.সি.এ) এবং বহরমপুরের আস্পা ক্রিকেট কোচিং সেন্টার (এ.সি.সি.সি)। প্রথমে টসে জিতে পি.সি.এ ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। সেই মোতাবেক পি.সি.এ ব্যাট করে ২৫ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২২৫ রানের পাহাড় তৈরি করে ফেলে। পি.সি.এ’র হয়ে উল্লেখযোগ্য রান করে য়াস্ময় শুক্লা (৮৪) এবং রোশান কুমার (৫৮)। বহরমপুরের এ.সি.সি.সি’র হয়ে ভাল বল করে আফতাভ আলম। এরপর ২২৬ রানের লক্ষ্যমাত্রা রেখে ব্যাট করতে মাঠে নামে বহরমপুরের এ.সি.সি.সি টিম। তবে ২০.৫ ওভারে অলাউট হয়ে মাত্র ১০৮ রান করে পালা গোটাতে হয় বহরমপুরের এ.সি.সি.সি টিমের। ভাল রান করে নিলাদ্রি ঘোষ (৫১)। পি.সি.এ’র হয়ে সর্বাধিক ১০ রান দিয়ে ৪ উইকেট পায় আদিত্য আনন্দ। প্রত্যাশিত ভাবে পি.সি.এ’র য়াস্ময় শুক্লা কে ম্যাচে সর্বাধিক রান করার জন্যে অফ দি ম্যাচ নির্বাচিত করা হয়। সব শেষে পাটনা ক্রিকেট অ্যাকাডেমি ম্যাচটি ১১৭ রানে জয়লাভ করে।

ছবি: প্রনব দাস (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!