উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পক্ষে পালিত হল লিগ্যাল অ্যাওয়ারনেস্ প্রোগ্রাম
ভাস্কর চক্রবর্তী (টী.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি:
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ৯ই ডিসেম্বর, ২০১৮: গত বৃহস্পতিবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পক্ষে দার্জিলিং জেলার অন্তর্গত শিলিগুড়ি শহরের অদূরে শিবমন্দিরের নিকট চৈতন্যপুর এলাকাধীন রাধারঞ্জন প্রাথমিক বিদ্যালয়ে পালিত হয় লিগ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম। আইন বিভাগের মোট ২০জন ছাত্রছাত্রীরা ওই প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের তথা তাদের অভিভাবকদের সামনে মুক্ত মঞ্চে নানান নাটিকার উপস্থাপনার মাধ্যমে বাল্যবিবাহ, পণপ্রথা, গার্হস্থ্য হিংস্রতা, যৌন নিগ্রহ ও শিশু নির্যাতনের ঋণাত্মক দিকগুলি তুলে ধরেছে। আইন বিভাগের পক্ষে প্রায় প্রতি বছরই এমন গণ সচেতনতামূলক প্রচার মাধ্যমের আয়োজন করা হয়।
এদিনের অনুষ্ঠানে বিশ্বদ্যালয়ের আইন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রথীন বন্দোপাধ্যায়, অধ্যাপিকা গঙ্গোত্রী চক্রবর্তী, অধ্যাপক সুজিত কুমার বিশ্বাস ছাড়াও বিভাগের পক্ষে শ্রীমতি সংযুক্তা মৈত্র, শ্রীমতি সোমা দে সরকার, শ্রীমতি তানিয়া বসু মজুমদার এবং শ্রীমতি সংগীতা মন্ডল উপস্থিত ছিলেন। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পঞ্চম বর্ষের ছাত্রী শ্রীমতি মধুরিমা দে টি.এন.আইকে জানান, “আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে শিশুদের এবং তাদের অভিভাবকদেরকে সমাজে ঘটে চলা বিভিন্ন অত্যাচারের সম্পর্কে জানাই এবং তাঁরা এর বিরুদ্ধে কি করতে পারেন সেটাও জানাই। আমরা চাই ভবিষ্যৎ প্রজন্ম যেন শিশুশ্রম, যৌন হেনস্থা, গার্হস্থ্য হিংস্রতা তথা শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। আমরা নানান নাটকের মাধ্যমে প্রত্যেককে এই বার্তাই দিতে চেয়েছি যে এগুলি আইনত দন্ডনীয় অপরাধ এবং যাঁরা এই সমস্ত কার্যক্রমের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তাদের কি রকম সাজা হতে পারে। আমাদের আইন বিভাগ সুদূর ভবিষ্যতেও সমভাবে এমন সচেতনতা মূলক পদক্ষেপ গ্রহণ করবে।”
ছবি: ভাস্কর চক্রবর্তী (টি.এন.আই)