জন্মাষ্টমীতে মেখলীগঞ্জে পালিত হল ছোটদের “দধিকাদো” খেলা

স্বপন রায় বীর (টি.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, মেখলীগঞ্জ, ৩রা সেপ্টেম্বর, ২০১৮: জন্মাষ্টমী হিন্দু সমাজের আচরণীয় ব্রতগুলির অন্তর্গত একটি ব্রত। বাংলার বাঙালি হিন্দু ঘরের প্রধানত বৈষ্ণব মতাবলম্বী পুরুষ ও মহিলারা জাগতিক মঙ্গলকামনায় এবং অশুভ – অকল্যাণ দূর করতে এই ব্রত পালন করা হয়। ভাদ্রমাসের কৃষ্ণপক্ষে জন্মাষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের পূজার অঙ্গ হিসাবে পালন করা হয়। জন্মাষ্টমী ব্রত পালনের প্রথম পর্যায়ে প্রয়োজনীয় উপকরণ ফুল, আতপ চাল, ফলের নৈবেদ্য, ফুল, তুলসীপাতা, দূর্বা, ধূপ, দীপ, পঞ্চগব্য, পঞ্চগুড়ি, পাট, বালি, পঞ্চবর্ণের গুড়ো, মধু পর্কের বাটি, আসন – অঙ্গুরী সংগ্রহ করতে হয়। দ্বিতীয় পর্যায়ে ব্রতের সারাদিন উপবাসী থেকে উপকরণগুলি দিয়ে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। ব্রতভঙ্গের পর নিরামিষ আহার গ্রহণ করতে হয়। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় সাথে একই বন্ধনে কুচবিহারের সর্বত্র পালিত হলো জন্ম অষ্টমী৷ মেখলিগঞ্জের শহর, গ্রাম সহ প্রত্যন্ত গ্রামে পালিত হলো শ্রী কৃষ্ণের জন্মঅষ্টমী৷ গতকাল থেকে বিভিন্ন নিয়মনীতি পালন করে আজ সকাল সকাল নিয়ম অনুযায়ী ছোট ছেলে মেয়েদের নিয়ে চলে একটা খেলা, এই খেলার নাম “দধিকাদো”৷ মূলত রাজবংশী সমাজের এই খেলায় আনন্দ উপভোগ করে কচিকাঁচার চল। এই খেলায় অংশগ্রহণ করেন ছোট ছোট বালকরা৷ উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে ‘দধিকাদো’ খেলার চল রয়েছে। মেখলীগঞ্জেও দেখা গেল ছোট ছোট ছেলেদের এই খেলা খেলতে। গাছের ফল, নারিকেল বা কুমড়া দখলের লড়াই চলে৷ এভাবে সম্পন্ন হয় জন্মঅষ্টমী৷

ছবি ও ভিডিওঃ স্বপন রায় বীর (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!