রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে চালু হতে পারে দুই বছরের সিনেমা তৈরির স্নাতকোত্তর ডিগ্রী কোর্স
পার্থ চ্যাটার্জি (টি.এন.আই রায়গঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি ৮ই নভেম্বর, ২০১৮: উত্তরবঙ্গে এই প্রথম ছাত্রছাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে অবশেষে ‘ফিল্ম স্টাডি’ সংক্রান্ত বিশেষ কোর্স চালু করার সিদ্ধান্ত নিলো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়৷ বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, বৃহস্পতিবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ অনিল ভুঁইমালীর সাথে ফিল্ম স্টাডি সংক্রান্ত ব্যাপারে কথা বলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফিল্ম স্টাডিজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডঃ সঞ্জয় মুখোপাধ্যায়। এরপরেই বিশ্ববিদ্যালয়ে অনুমোদন সাপেক্ষে ফিল্ম স্টাডিজের ওপর একটি বিশেষ বিভাগ চালু করার প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডঃ দুর্লভ সরকার টি.এন.আই কে জানান সরস্বতী পূজার পরে ‘সার্টিফিকেট ইন অ্যাপ্রিসিয়েশন অফ ফিল্ম স্টাডিজ’ নামে দশ দিনের একটি সার্টিফিকেট কোর্স শুরু করার চিন্তাভাবনা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই কোর্সে চলচ্চিত্র নির্মাণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা এবং হাতেকলমে শিক্ষা দেওয়া হবে। এছাড়া এই কোর্সের শিক্ষার্থীদের দিয়ে একটি শর্ট ফিল্ম বানানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে। এর বাইরেও ডঃ সরকার টি.এন.আই কে জানান যে ফিল্ম তৈরির সংক্রান্ত একটি এক মাসের সার্টিফিকেট কোর্স এবং আগামীতে ফিল্ম মেকিং সংক্রান্ত দুই বছরের একটি স্নাতকোত্তর ডিগ্রী কোর্স চালুর পরিকল্পনা আছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের। এর কারন হিসেবে ডঃ সরকার টি.এন.আই কে জানান যে ফিল্ম মেকিং সংক্রান্ত প্রচুর চাহিদা রয়েছে এই এলাকায়। ডঃ সরকার আরও বলেন যে এই সব কোর্স সংক্রান্ত যাবতীয় নথি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে পাঠানো হয়েছে অনুমোদনের জন্যে।
ছবিঃ পার্থ চ্যাটার্জি (টি.এন.আই)