ভারত-বাংলাদেশ সীমান্তের প্রত্যন্ত গ্রামাঞ্চলে বিএসএফের বিনামূল্যে স্বাস্থ্য শিবির
দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ৬ই ডিসেম্বর, ২০১৮: চোপড়া থানার ভারত-বাংলাদেশ সীমান্তের প্রত্যন্ত গ্রামাঞ্চলের দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষদের বিনামূল্যে স্বাস্থ্য শিবির ও স্বচ্ছ ভারত মিশন অভিযানের সামগ্রী বিতরণ করলো বিএসএফের ৫১ নম্বর ব্যাটেলিয়ন। বৃহস্পতিবার চোপড়া থানার মুড়িখাওয়া বর্ডার আউট পোস্টে বিএসএফের স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। এদিনের স্বাস্থ্য শিবিরে বিএসএফের চিকিৎসক দ্বারা গ্রামবাসীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পাশাপাশি বাসিন্দাদের মধ্যে বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়। এছাড়াও চোখের সমস্যায় আক্রান্ত বাসিন্দাদের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা চক্ষু পরীক্ষা করানো হয়। এছাড়াও প্রয়োজন মতো বাসিন্দাদের মধ্যে চশমা প্রদান করা হয়েছে। এসব কর্মসূচির পাশাপাশি গ্রামের বাসিন্দাদের মধ্যে নিজ নিজ বাড়িসহ এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য স্বচ্ছ ভারত মিশনের অন্তর্ভুক্ত বালতি ও সামগ্রী প্রদান করা হয়। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, মুড়িখাওয়া বিওপিতে আশেপাশের প্রায় ৩০/৪০টি গ্রামের সহস্রাধিক মানুষ এদিনের স্বাস্থ্য শিবিরে উপস্থিত হয়েছিলেন। এছাড়াও মুমুর্ষ রোগীদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যেই হাফতিয়াগছ বর্ডার আউট পোস্টে একটি এম্বুলেন্স রাখা হয়েছে। মুড়িখাওয়া বিওপিতেও চিকিৎসা পরিষেবা দেবার যথেষ্ট ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি আগামীতে বিএসএফ আরও একটি অ্যাম্বুলেন্স নিতে চলেছে যাহা ফাঁসিদেওয়া বর্ডার আউট পোস্টে রাখা থাকবে প্রত্যন্ত এলাকার মুমুর্ষ রোগীদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলে জানিয়েছেন বিএসএফের ৫১ নম্বর ব্যাটেলিয়নের কমান্ডেন্ট কে উমেশ। এদিনের এই স্বাস্থ্য শিবির এবং স্বচ্ছ ভারত মিশন এর সামগ্রী পেয়ে গ্রামবাসীরা খুবই উপকৃত হয়েছে বলে জানান বাসিন্দারা। এছাড়াও বাসিন্দারা বলেন, বিএসএফ সব সময় তাদের বিপদে-আপদে পাশে রয়েছে। এলাকায় তেমন কোন হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র না থাকার কারণে এই স্বাস্থ্য শিবির তাদের কাছে ধন্বন্তরির মতো।
ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)