ফালাকাটা জুড়ে উদযাপিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা ২১শে ফেব্রুয়ারি ২০১৮: ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হলো ফালাকাটা জুড়ে। বাংলাভাষার স্বীকৃতির দাবীতে ১৯৫২ সালের এই দিনটিতে ঢাকার রাজপথ ভেসে গিয়েছিলো সালাম, রফিক, বরকত সহ আরো অসংখ্য বাংলা ভাষাপ্রেমীদের রক্তে। পুলিশের লাঠি-গুলি উপেক্ষা করে বুক চিতিয়ে লড়াই করেছিলেন বাংলা ভাষার বীর সেনানীরা। এই দিনটি আমাদের কাছে যেমন মর্মন্তুদ তেমনি এক গৌরবোজ্জ্বল ইতিহাস। ২০১০ সালে রাষ্ট্রসংঘ এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে। এই দিনটিকে স্মরণীয় করতে ফালাকাটা জুড়ে মহা সমারোহে পালিত হল ২১ ফেব্রুয়ারী মাতৃভাষা দিবস। অবনী পাঠ ভবনের উদ্যেগে বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীদেড় নিয়ে একটি র‍্যালি এলাকা পরিক্রমা করে। ওই র‍্যালিতে স্কুলের ছাত্র ছাত্রীদের সঙ্গে অংশ নেয় শিক্ষিকা ও এলাকার জনগণ। র‍্যালি শেষে স্কুলের সামনে শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পন করা হয়। এ ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফালাকাটা সুভাষ পাঠাগার (শহর গ্রন্থাগার) এর ব্যবস্থাপনায় নানান অনুষ্ঠানের মাধ্যমে উত্জাপীত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর উপস্তিত অতিথি গণ ২১ ফেব্রুয়ারী মাতৃভাষা দিবসএর তাত্পর্য আলোচনা করেন। এরপর চলে গান ও আবৃতি। ফালাকাটা মাধব আবৃতি মালঞ্চ ও পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ ফালাকাটা শাখার জৌথ উদ্যোগে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হল। এই উপলক্ষে একটি খুদ্র পত্রিকা প্রকাশিত হয়। যেখানে এলালার নতুন প্রতিভাদেড় স্থান দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে আবৃতি চক্রের আয়োজন করা হয় এছারাও এর গুরুত্ব নিয়ে আলোচনা হয়।

ছবিঃ অরুনাংশু মৈত্র (টী.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!