‘তৃণমূলের অবৈধ সন্তান পুলিশ’: শঙ্কর মালাকার
দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, চোপড়া, ৫ই ডিসেম্বর, ২০১৮: কংগ্রেস কর্মিদের বাড়িতে ঢুকে পুলিশের ভাঙচুর, নিহত দুই কংগ্রেস কর্মি সমিরুদ্দিন ও সমিরুলের খুনের অভিযুক্তদের গ্রেপ্তার এবং চোপড়া থানার আই সি বিনোদ গজমির ও এসআই পিন্টু বর্মনের শাস্তির দাবিতে মঙ্গলবার চোপড়া থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাল কংগ্রেস কর্মিরা। এই বিক্ষোভ কর্মসূচীতে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি তথা বিধায়ক মোহিত সেনগুপ্ত, জেলা সাধারণ সম্পাদক ফারাজুল হক, মাটিগাড়া ও নকসালবাড়ির বিধায়ক শংকর মালাকার এবং এ আই সি সি জেনারেল সেক্রেটারী ভি পি সিং, চোপড়া ব্লক কংগ্রেস সভাপতি অশোক রায়, ইসলামপুরের ব্লক কংগ্রেস সভাপতি হাজী মুজফ্ফর হোসেন, কাইজার চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ। জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্তের নেতৃত্ব এক প্রতিনিধি দল চোপড়া পুলিশের হাতে স্মারকলিপি তুলে দেন। শংকর মালাকার বলেন, তৃণমূলের অবৈধ সন্তান পুলিশ আর পুলিশের অবৈধ সন্তান তৃণমূল। তৃণমূল সরকার চোপড়াকে আর একটা নন্দীগ্রাম বানাতে চাইছে, যার অভিজ্ঞতা এই সরকারের আছে। পঞ্চায়েত নির্বাচন থেকে যা হয়েছে ও পরে দুই কংগ্রেস কর্মী খুন হলেও খুনিরা শাসকদল ও পুলিশের সাথে ওঠবস করছে এই দেখেই কিন্তু ওই এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠেছে। এখন একদিকে তৃণমূল ও পুলিশ আর একদিকে লক্ষীপুর, দাসপাড়া, ঘিরনীগাঁও এলাকার মানুষ। যতই দিন যাচ্ছে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠছে। পুলিশ প্রশাসনের উচিত যেভাবেই হোক ওই এলাকার শান্তি ফিরিয়ে আনা ও ধরপাকড় বন্ধ করা। পুলিশ শাসক দলের হয়ে কাজ করা বন্ধ না করলে চোপড়াতে বড় ধরনের ঘটনা ঘটার সম্ভবনা আছে।
ছবি ও ভিডিও: দীপঙ্কর দে (টি.এন.আই)