ডালখোলার মাদ্রাসায় বোমা বিস্ফোরণের তদন্তে রাজ্য পুলিশের ফরেনসিক দল
দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ৫ই ডিসেম্বর, ২০১৮: ডালখোলা থানার ঝিটকিয়া মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনায় বুধবার তদন্তে এলো রাজ্য পুলিশের ফরেনসিক টিম। ডালখোলা থানার ঝিটকিয়া মাদ্রাসায় বোমা বিস্ফোরনের ঘটনায় ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে ফরেন্সিক দল। এদিকে এই বিস্ফোরনের ঘটনাতে রাজনৈতিক চাপানতোর শুরু হয়েছে। সিপিএম নেতা অশোক সিংয়ের অভিযোগ লোকসভা ভোটের আগে এলাকাকে অশান্ত করতেই বিজেপি তৃণমূলের রাজনৈতিক উদ্যেশ্যপ্রণোদিত এই ঘটনা ঘটানো হয়েছে। বর্তমান সময়ে কেন্দ্রে বিজেপি সরকার এবং রাজ্যে তৃণমূল সরকার সারা দেশে মানুষের মধ্যে ধর্মের ভাগাভাগি করিয়ে দিয়ে শাসকের ক্ষমতায় থাকার নেশায় মেতেছে। যা কি না আমাদের এই ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের ক্ষেত্রে বড়ই বিপজজনক। আমরা চাই ঝিটকিয়া মাদ্রাসায় বোমা বিস্ফোরণের সঠিক তদন্ত করে পুলিশ প্রশাসন দোষীদের সাজা দিক। কংগ্রেস নেতা মহঃ মুস্তাফা জানিয়েছেন, এলাকায় শান্তি ফিরিয়ে আনতে কমিটি গঠন করা হয়েছে। তাদের তত্বাবধানে ঝিটকিয়া মাদ্রাসায় নিরাপত্তাজনিত বিভিন্ন বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে। এছাড়া পুলিশ প্রশাসনকে দেওয়া সময়সীমার মধ্যে বোমা বিস্ফোরণের ঘটনায় দোষীদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি প্রদান না করা হলে রাজনীতির উর্দ্ধে গিয়ে সাধারণ মানুষের সমন্বয়ে বৃহত্তর আন্দোলনে নামা হবে। উল্লেখ্য, গত শুক্রবার মাঝরাতে ডালখোলা থানার ঝিটকিয়া উত্তর কুনাল গ্রামের মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই ঘটনার তদন্তেই এদিন রাজ্য পুলিশের ফরেনসিক টিম মাদ্রাসায় তদন্তে আসে। ডালখোলা থানার পুলিশ ওই টিমের সাথে ছিল। তবে ফরেনসিক টিম তদন্তের স্বার্থে এই মুহূর্তে সংবাদ মাধ্যমকে কিছুই জানাতে নারাজ।
ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)