তুফানগঞ্জে শুরু হল ঐতিহ্যবাহী ডিঙ্গিমেলা
অভিজিৎ সাহা (টি.এন.আই তুফানগঞ্জ)। টি.এন.আই সম্পাদনা জলপাইগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, তুফানগঞ্জ, ২৩শে নভেম্বর ২০১৮: তুফানগঞ্জ ১নং ব্লকের অন্তর্গত দেওচরাই গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর গ্রামে ভারত বাংলাদেশ সীমান্তে শুরু হল দুই দিন ব্যাপী বহু প্রাচীন ঐতিহ্যবাহী ডিঙ্গিমেলা। প্রতি বছর রাস পূর্ণিমা তিথিতে মা পদ্মার পূজা উপলক্ষে দুই দিন ব্যাপী মেলা চলে। পূজা ও মেলা কমিটির সভাপতি নীলকমল বর্মণ জানান, এই বছর মেলা আনুষ্ঠানিক ভাবে ১২তম বর্ষে পদার্পণ করেছে। তিনি আরও বলেন “বাবা দাদু দের মুখ থেকে শুনেছি, এখানে একটি বন্দর ছিল, সেখানে দূর দূরান্ত থেকে ডিঙ্গি নিয়ে যারা ব্যবসা করতে আসতেন তাদের একটি ডিঙ্গি কোনও কারণে ডুবে যায়। পরবর্তী কালে সেই ডিঙ্গি আবারো ভেসে ওঠে। এর পর থেকেই পূজা শুরু করে গ্রামবাসীরা।” এই মেলাকে ঘিরে ভারত বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা চাদরে মুরে ফেলেছে বি.এস.এফ এবং তুফানগঞ্জ থানার পুলিশ। আজ এক ফাঁকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী শ্রী রবীন্দ্রনাথ ঘোষ এসেছিল মেলা প্রাঙ্গণে। তার সঙ্গে ছিলেন তুফানগঞ্জ ১নং সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভজিৎ দাশগুপ্ত মহাশয়। মন্ত্রী নিজেই মেলার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে যান।
ছবি: অভিজিৎ সাহা (টি.এন.আই)