কুচবিহারের পুন্ডিবাড়িতে অনুষ্ঠিত হল ১৫তম নৈশ শর্ট ক্রিকেট টু্র্নামেন্ট
টি.এন.আই নিউজ সার্ভিস
বাংলাডেস্ক, টি.এন.আই, কুচবিহার, ৪ঠা নভেম্বর, ২০১৮: পুন্ডিবাড়ী সুভাষপল্লীর পরিচালনায় সুভাষপল্লী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হল ১৫তম ১৬ দলীয় এক নৈশ শর্ট ক্রিকেট টু্র্নামেন্ট। এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন কুচবিহার ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় শ্রী গোপাল সরকার পুন্ডিবাড়ী গ্রাম পঞ্চায়েত প্রধান নুর আলম বিশিষ্ট সমাজসেবী শ্রী গোপালকৃষ্ণ দাস বিশিষ্ট ক্রীড়াবিদ শ্রী নরেশ চন্দ্র বনিক সহ অন্যান্য অতিথিবর্গ। প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে শুভ সূচনা করেন মাননীয় শ্রী গোপাল সরকার মহাশয়। প্রতিযোগিতার উদ্বোগক্তার তরফে শ্রী দীপাঞ্জন দে এবং মইনুল আলম জানান যে, এটি পুন্ডিবাড়ী তথা কুচবিহারের একটি জনপ্রিয় ক্রিকেট টু্র্নামেন্ট।
এবছর এই টুর্নামেন্টে পুন্ডিবাড়ী, দিনহাটা, তুফানগঞ্জ, আলিপুরদুয়ার, ঘোকসাডাঙ্গা, থেকে ১৬টি দল অংশগ্রহণ করছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় পুন্ডিবাড়ী XI, চ্যাম্পিয়ন দলকে নগদ ৬০০০ টাকা ও ট্রফি এবং রানার্স হয় দলকে নগদ ৪০০০ টাকা ও ট্রফি দিয়ে পুরষ্কৃত করা হয়।প্রতিযোগিতার সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছে রাজা খান। কুচবিহার ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি তথা উদ্বোধক মাননীয় শ্রী গোপাল সরকার জানান – বর্তমান প্রজন্ম খেলাধূলা থেকে বিরত হলেও সুভাষপল্লীর উদ্যোগে দীর্ঘ ১৫ বছর ধরে এই নৈশ শর্ট-ক্রিকেট টু্র্নামেন্ট আয়োজিত হয়ে আসছে, এটি এলাকার জনপ্রিয় খেলায় পরিনত হয়েছে।
তথ্য ও ছবি: রানা দে (কুচবিহার)