রায়গঞ্জে আজ থেকে শুরু হলো উদ্যোগে দীপাবলির বাজি বাজার

পার্থ চ্যাটার্জি (টি.এন.আই রায়গঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, রায়গঞ্জ, ৪ঠা নভেম্বর, ২০১৮: রায়গঞ্জ পৌরসভার উদ্যোগ ও আয়োজনে আসন্ন দীপাবলি এবং কালিপূজা উপলক্ষে বাজি বাজারের উদ্বোধন হলো আজ রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের পার্শ্ববর্তী প্রাঙ্গণে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে এই বাজি বাজার। এদিনের এই অনুষ্ঠানে রায়গঞ্জ পৌরসভার পৌরপতি সিন্দীপ বিশ্বাস এবং উপ পৌরপতি অরিন্দম সরকারের উপস্থিতিতে এই বাজি বাজারের উদ্বোধন করেন পশ্চিম দিনাজপুর চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক শঙ্কর কুণ্ডু ও সম্পাদক জয়ন্ত সোম এবং রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী। উপস্থিত ছিলেন নয়ন দাস, রতন মজুমদার, বরুণ ব্যানার্জী, পুষ্পা মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব। বিগত কয়েক বছর ধরে রায়গঞ্জ পৌরসভা সারা শহরের বাজি ব্যবসায়ীদের নিয়ে সামগ্রিকভাবে একটি বাজি বাজারের আয়োজন করে আসছে। সেই ঐতিহ্যকে বজায় রেখে এবারেও এই বাজি বাজারের আয়োজন। যদিও বিগত দিনে এই বাজি বাজারের আয়োজন কখনো টাউনক্লাব ময়দান অথবা রায়গঞ্জ স্টেডিয়াম সংলগ্ন মাঠে করা হলেও ক্রেতা সাধারণ তথা ব্যবসায়ীদের কথা ভেবে এবারে এই বাজারের আয়োজন শহরের প্রাণকেন্দ্র লাইন বাজার সংলগ্ন রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের এই মাঠে করা হয়েছে বলে জানান পৌরপতি সিন্দীপ বিশ্বাস। এছাড়াও তিনি আরও জানান এবারে এই বাজি বাজারে ৬৪টি স্টল খোলা হয়েছে। সুরক্ষার সব এরকমের ব্যবস্থা সহ বাজি ব্যবসায়ীদের পরিবার পিছু একটি করে স্টল সম্পূর্ণ বিনামুল্যে পৌরসভার পক্ষ থেকে ধার্য করা হয়েছে।

ছবি: পার্থ চ্যাটার্জি (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!