মেখলীগঞ্জে জবকার্ড থাকার পরেও বিজেপি কর্মীদের কাজ নেই অভিযুক্ত টিএমসি

স্বপন রায় বীর (টি.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, মেখলীগঞ্জ, ৩রা নভেম্বর, ২০১৮: জবকার্ড আছে, কিন্তূ একশো দিনের কাজ থেকে চূড়ান্তভাবে বঞ্চিত ২০০র বেশী গ্রামবাসী৷ এমন অভিযোগ তৃনমূল কংগ্রেসের বিরুদ্ধে এনে এদিন বিক্ষোভ মিছিল করে এলাকায় থাকা বিজেপি কে সমর্থন করে এমন গ্রামবাসীরা৷ অভিযোগ – মেখলীগঞ্জের জামালদহ গ্রাম পঞ্চায়েত এর ১৫ নং সংসদ এর স্থানীয় তৃনমূল কংগ্রেস পঞ্চায়েত একশো দিনের কাজে শুধুমাত্র তৃনমূল কংগ্রেস কর্মীদের কাজ দিচ্ছে৷ বিরোধী দল বিজেপি কর্মীদের একশোদিনের কাজে বঞ্চিত করা হয়েছে৷ বিজেপি কর্মী সহ অন্যান্য কেউ কাজ পাচ্ছে না এমন কয়েকশো গ্রামবাসী। একশো দিনের কাজের দাবিতে গতকাল বিক্ষোভ দেখান৷ গ্রামবাসীরা জানান – মেখলীগঞ্জ বিডিও অফিসে লিখিত ভাবে অভিযোগ জানানো হয় কিন্তূ, কাজের কাজ কিছু হয়নি৷ স্থানীয় বিজেপি নেতা ধুলচাঁদ বর্মণ জানান “আমাদের কর্মীদের কাজ দেওয়া হচ্ছে না, অবিলম্বে কাজ না পেলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো”৷ অন্যদিকে, বিজেপি নেতা কর্মীদের অভিযোগ উড়িয়ে দিয়ে স্থানীয় পঞ্চায়েত সদেস্য এবং তৃনমূল নেতা তপন প্রধাণ জানান “কাজ সবার জন্য, গরীব পরিবার গুলোকে কাজ দেওয়া হচ্ছে৷ দলমত নিরপেক্ষ ভাবে আমরা কাজ দিচ্ছি, অনেক বিজেপি কর্মীর মহিলারা কাজ করছেন, কিন্তূ, ওঁদের স্বামীরা পাল্টা কাজ না পাওয়ার অভিযোগ এনে বিক্ষোভ দেখাচ্ছে”৷

ছবি ও ভিডিও : স্বপন রায় বীর (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!