সরকারি সুরক্ষা বাহিনীতে চাকরির ট্রেনিং এর সরকারি প্রকল্প “প্রগতি” চালু রায়গঞ্জে

পার্থ চ্যাটার্জি (টি.এন.আই রায়গঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, রায়গঞ্জ, ১লা নভেম্বর, ২০১৮: পুলিশ ও সেনাবাহিনীর চাকুরিতে উপযুক্ত করে তুলতে সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে জেলার শিক্ষিত যুবক যুবতীদের প্রশিক্ষন দেওয়ার উদ্যোগ নিল উত্তর দিনাজপুর জেলা পুলিশ। আজ বৃহস্পতিবার রায়গঞ্জ কর্নজোড়ায় জেলা পুলিশ লাইনে “প্রগতি” নামের এই জনমুখী প্রকল্পের উদ্বোধন করেন জেলা সভাধিপতি শ্রীমতী কবিতা বর্মন ও জেলা পুলিশ সুপার শ্রী সুমিত কুমার। এর পাশাপাশি জেলার বিভিন্ন জায়গায় প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীদের পড়ানোর ব্যাবস্থা করছে উত্তর দিনাজপুর জেলার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাধারন মানুষের সাথে সুসম্পর্ক গড়ে তোলার পাশাপাশি বাসিন্দাদের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে পুলিশ ও প্রশাসন “প্রগতি” নামের এই জনমুখী প্রকল্প গ্রহন করা হয়েছে। পুলিশ ও প্রশাসনের তরফে এক সমিক্ষায় দেখা যায় উপযুক্ত প্রশিক্ষনের অভাবে বহু যুবক যুবতী পুলিশ ও সেনাবাহিনীর ও অন্যান্য চাকুরিতে যোগদান করতে পারছেন না। এদের মধ্যে বহু আদিবাসীও যারা শিক্ষা লাভ করলেও প্রশিক্ষনের অভাবে বঞ্চিত হচ্ছেন। এদের আর্থ সামাজিক ব্যাবস্থার উন্নয়নের লক্ষ্যে উপযুক্ত চাকুরিপ্রার্থী হিসেবে গড়ে তুলতে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ “প্রগতি”। জেলা পুলিশ সুপার শ্রী সুমিত কুমার জানিয়েছেন, রাজ্য সরকারের পক্ষ থেকে চলতি ও আগামী দুবছরের মধ্যে কমপক্ষে ২৪ হাজার লোক পুলিশে নিয়োগ করা হবে। এই জেলার শিক্ষিত যুব সম্প্রদায়ের মধ্যে যারা পুলিশে যোগ দিতে ইচ্ছুক তাদের চাকুরির জন্য উপযুক্ত করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম ধাপে রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, হেমতাবাদ, ইটাহার ও করনদিঘী ব্লকের ১১০ জন আদিবাসী যুবক যুবতীদের বেছে নেওয়া হয়েছে প্রশিক্ষনের জন্য। শুধু পুলিশের চাকুরির জন্যই নয় কেউ যদি ড্রাইভার হতে চান তারও প্রশিক্ষন দেওয়ার কাজ শুরু হলো আজ। এছাড়াও প্রথম থেকে চতুর্থ শ্রেনী পর্যন্ত পড়ুয়াদের বিনামূল্যে কোচিং করানোর উদ্যোগ নেওয়া হয়েছে। রায়গঞ্জ কর্নজোড়া পুলিশ লাইনে “প্রগতি” নামের এই জনমুখী প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন, জেলা পুলিশ সুপার শ্রী সুমিত কুমার, বিধায়ক শ্রী অমল আচার্য, বিধায়ক শ্রী মনোদেব সিনহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তুবর্গ।

ছবি ও ভিডিও: পার্থ চ্যাটার্জি (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!