উত্তর দিনাজপুরের বিভিন্ন সেতু পরিদর্শনে এলেন পঞ্চায়েত মন্ত্রী
দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ১লা নভেম্বর, ২০১৮: কলকাতার মাঝেরহাট সেতু দুর্ঘটনার পর রাজ্য সরকার রাজ্যের বিভিন্ন জায়গায় জায়গায় সেতুগুলির অবস্থা কেমন আছে সেগুলো খতিয়ে দেখতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে আর তারই ফলস্বরূপ আজ উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর আসেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় সঙ্গে ছিলেন পঞ্চায়েত দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানী আজ তিনি ইসলামপুর সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠক করার পর জেলার চাকুলিয়ায় গিয়ে বিভিন্ন সেতুগুলির অবস্থা কেমন রয়েছে সেগুলো খতিয়ে দেখেন। শুধু তাই নয় জেলার বিভিন্ন জায়গায় এই সেতুগুলো ঠিকঠাক আছে কিনা সেগুলো খোঁজখবর নিয়ে যাতে সেগুলো পুনরায় মেরামত করে ঠিক করা যায় তার জন্য তিনি নতুন জেলা পরিষদকে দায়িত্ব দিয়ে যাবেন। পঞ্চায়েত মন্ত্রী আরো বলেন তাদের একটাই কাজ রাজ্যের বিভিন্ন জায়গায় সেতুগুলির অবস্থার হাল ফেরাতে উদ্যোগ নেওয়া আর সেই ফলস্বরূপ তারা উত্তরবঙ্গ থেকে একাজ শুরু করেছেন। পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি এদিন চাকুলিয়া ব্লকের বেলন গ্রাম পঞ্চায়েতের লোহাগাছি সেতু এবং সূর্যাপুর-১ গ্রাম পঞ্চায়েতের লালগঞ্জ সেতু পরিদর্শন করেন। পরিদর্শন শেষে মন্ত্রী রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা হন।
ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)