ফালাকাটা ষ্টেশনে সব দক্ষিণ ভারতের ট্রেন স্টপেজের দাবী উঠলো

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ১লা নভেম্বর, ২০১৮: ফালাকাটা রেল স্টেশনের উপর দিয়ে যাতায়াত করা দক্ষিণ ভারতগামী ট্রেনের স্টপেজের দাবিতে সবর হলো ফালাকাটার স্বেচ্ছা সেবী সংগঠন নর্থবেঙ্গল সোশাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন। এই দাবিতে সায় দিয়েছে ফালাকাটার সাধারণ মানুষ সহ বিভিন্ন সংগঠন। গুরুত্বের দিক দিয়ে ফালাকাটার গুরুত্ব অপরিহার্য। ফালাকাটায় আছে এসএসবির দুটি হেড কোয়াটার, পাশেই আছে ভুটান এছাড়া বিভিন্ন রাষ্টয়ত্ব ব্যাংক ও অফিস সেখানে প্রচুর কাজ করে দক্ষিণ ভারতের জনগণ। ফালাকাটা ও তার পার্শবর্তী ব্লক গুলিও ফালাকাটা রেল স্টেশনের উপর নির্ভর করে। এই আঁচলের প্রচুর মানুষ চিকিৎসার জন্য দক্ষিণ ভারতযায়। ডুয়ার্স হলো পর্যটনের কেন্দ্রবিন্দু, আর ডুয়ার্স এর জলদাপাড়া অভয়ারণ্য, চিলাপাতা ফরেষ্ট, বক্সা, খয়েরবাড়ি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্র কুঞ্জনগর ইকপার্ক প্রভৃতি পর্যটন পর্যটকদের বরাবরের আকর্ষনের ফলে দক্ষিণ ভারতের প্রচুর পর্যটক আসেন বেড়াতে। এই সব দিক বিচার করে ফালাকাটা রেল স্টেশনে দক্ষিণ ভারতগামী ট্রেনের স্টপেজের দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান নর্থবেঙ্গল সোশাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সম্পাদক শ্রী নারায়ণ বিশ্বাস। তিনি আরো জানান গুরুত্বের দিক দিয়ে ফালাকাটা রেল স্টেশনে দক্ষিণ ভারতগামী সাতটি ট্রেনের স্টপেজের দাবি জানিয়ে চিঠি করা হয়েছে সংশ্লিষ্ট দপ্তরে।

ছবি ও ভিডিও: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!