গোয়ালপোখরে প্রভাবশালী নেতার মদতে চলা জুয়ার বোর্ডে পুলিশের হানা

দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, গোয়ালপোখর, ১লা নভেম্বর, ২০১৮: গোয়ালপোখর থানার পুলিশ গত পরশু রাতে অভিযান চালিয়ে প্রচুর টাকা বোর্ডমানি সহ জুয়াড়িদের গ্রেপ্তার করায় চাঞ্চল্য ছড়িয়েছে। গোয়ালপোখর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোয়ালপোখরের ঘরধাপ্পা এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে এক লাইন হোটেল থেকে ২৩ জন জুয়ারীকে গ্রেপ্তার করেছে। সেখান থেকে প্রায় ৪৫ হাজার টাকা বোর্ডমানি উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও ৪টি মোটর বাইক ও একটি চারচাকা গাড়ি আটক করেছে পুলিশ। ধৃতদের এদিন ইসলামপুর আদালতে পাঠিয়েছে পুলিশ। জুয়ারীদের সূত্রে অভিযোগ, ঘরধাপ্পা এলাকার লাইন হোটেলে জুয়ার বোর্ড থেকে কমপক্ষে ১০ লক্ষাধিক টাকা উদ্ধার হলেও পুলিশ মাত্র ৪৫ হাজার টাকা দেখিয়েছে বলে অভিযোগ। বাকি টাকা পুলিশ আত্মসাৎ করেছে বলে অভিযোগ। যদিও গোয়ালপোখর থানার পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে। পুজোর মরসুমে এধরনের জুয়ার বিরুদ্ধে অভিযান চলবে বলবে গোয়ালপোখর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে, স্থানীয় এক প্রভাবশালী তৃণমূল নেতার মদতে ওই এলাকায় এধরনের বহু জুয়ার বোর্ড রমরমিয়ে চলছে বলে অভিযোগ।

ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!