আই-লীগ খেলতে যাচ্ছে এবার চা-বাগানের কন্যা জাইময়ন্তি

ভাস্কর চক্রবর্তী (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি,  ১লা নভেম্বর, ২০১৮: বাগডোগরা থেকে ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত সিঙ্গিঝরা চা বাগান। আর এই বাগানের মেয়ে জাইময়ন্তি ওরাও (২৪) এবছর মুম্বাইয়ের আইলিগে ফুটবল খেলতে। হত-দরিদ্রতার মধ্যেও মেয়েকে সর্বদা উদ্বুব্ধ করতে কখনও পিছুপা হননি জাইময়ন্তির মা-বাবা। দিন আসে দিন যায় এমন পরিস্থিতিতেও মেয়ে সাফল্যের এক অনীক মণি হাসিল করেছে। শুধু চায় একটু সঠিক সাহায্য। এমন খবর পেয়ে শিলিগুড়ি মহকুমা পরিষদের বোর্ড সদস্যা শ্রীমতি শর্মিষ্ঠা চন্দ ও ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত শহরের বিশিষ্ট সমাজসেবী শ্রী শক্তি পাল পৌঁছে যান জাইময়ন্তির বাড়িতে। তুলে দেওয়া হয় একটি ট্রেভেল ব্যাগ, একটি কম্বল এবং ২০০০ টাকা নগদ। মুম্বাই যাবার পূর্বে এই প্রাপ্তিতে যেন জাইময়ন্তির উৎসাহকে আরও ত্বরান্বিত করেছে।

ছবি: ভাস্কর চক্রবর্তী (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!