ইসলামপুরে সাপে কেটে এক ব্যক্তির মৃত্যুতে চাঞ্চল্য
দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ২৮শে অক্টোবর, ২০১৮: রবিবার সকালে সাপে কেটে এক ব্যক্তির মৃত্যুতে ইসলামপুরের মিলনপল্লী এলাকায় চাঞ্চল্য ছড়ালো। জানা গিয়েছে, ইসলামপুরের মিলনপল্লী এলাকার বাসিন্দা মানিক বিশ্বাস (৩৩) গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া এলাকায় এক অনুষ্ঠান বাড়িতে বৈদ্যুতিক কাজে গিয়েছিলেন। কাজ শেষে এদিন ভোর রাতে সহকর্মীদের সাথে এক পরিত্যক্ত ঘরে বিশ্রাম নেন। সেসময় তাকে সাপে কাটে বলে অভিযোগ। সহকর্মীরা জানতে পেরে তাকে ইসলামপুর মহকুমা হাসপাতাল নিয়ে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ইমারজেন্সির চিকিৎসক মুমুর্ষ রোগীকে দেরি করে দেখতে আসায় ক্ষোভ প্রকাশ করেন মৃতের পরিবারের পরিজনেরা। মানিকবাবুর একটি চার বছরের মেয়ে রয়েছে বলে পরিবারসূত্রে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দার আকস্মিক মৃত্যুতে মিলনপল্লীতে শোকের বাতাবরণ বর্তমান। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।
ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)