দীনবন্ধু মঞ্চে অনুষ্ঠিত হল ‘রিয়াজ: আ ক্লাসিক্যাল সৈরী অফ্ নর্থ বেঙ্গল’

ভাস্কর চক্রবর্তী (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ৫ই অক্টোবর, ২০১৮: উত্তরবঙ্গ শাস্ত্রীয় শিল্পী ফোরামের উদ্যোগে বুধবার ও বৃহস্পতিবার যথাক্রমে ৩রা ও ৪ঠা অক্টোবর, দু’দিন ব্যাপী সান্ধ্যভোজোৎসবের আয়োজন করা হয়েছিল শিলিগুড়ি তথ‍্য কেন্দ্রের দীনবন্ধু মঞ্চে। শহরের বিশিষ্ট সঙ্গীতশিল্পীরা অংশগ্রহণ করেন এই উৎসবে। দু’দিন ব্যাপী এই অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা ৬ ঘটিকায়। প্রথম দিনের অর্থাৎ গত বুধবার মঞ্চে উপস্থিত ছিলেন; রজত চক্রবর্তী (পাখোয়াজ, এককবাদন), সায়ন্তন পাল চৌধুরী (কন্ঠ), অঙ্কিতা সাহা (বেহালা), কুহেলি গুপ্ত (কন্ঠ), সুদীপ চক্রবর্তী (তবলা, এককবাদন), সোহিনী দেব জোয়ার্দার (কন্ঠ)।

দ্বিতীয় দিনের অর্থাৎ গত বৃহস্পতিবার মঞ্চে উপস্থিত ছিলেন; অরিজিৎ ব্যানার্জি (পাখোয়াজ, এককবাদন), অনুসূয়া মিশ্র সিনহা (কন্ঠ), শান্তনু নাথ (সেতার), উপাসনা দে (কন্ঠ), বিকাশ দে (তবলা, এককবাদন), রুদ্রানী স্যানাল (কন্ঠ)। এছাড়াও এই দু’দিনে যাঁরা তবলায় সঙ্গত করেন তাঁরা হলেন; বিকাশ দে, রূপায়ন চক্রবর্তী, অপূর্ব ব্যানার্জি, গৌতম দাশগুপ্ত, প্রকাশ সেন, অর্ঘ্য ভট্টাচার্য্য, অরিন্দম বিশ্বাস ও নবগত চন্দ। অনুষ্ঠানে হারমোনিয়াম ও তানপুরায় যাঁরা ছিলেন; উৎসা কুন্ডু, নন্দিতা চক্রবর্তী, দেবীকা গুহ, শুভেন্দু নন্দী, সায়ন্তন পাল চৌধুরী প্রমুখরা। এমন ভব্য সন্ধ্যায়, অনুষ্ঠানের সঞ্চালনায় দায়িত্বে ছিলেন শ্রীমতি জুঁই ভট্টাচার্য ও শ্রী অমিতাভ ঘোষ।

ছবি: ভাস্কর চক্রবর্তী (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!