প্রাথমিক শিক্ষকদের নানান দাবী নিয়ে এবার কলকাতার শহিদ মিনারে ধরনা

ভাস্কর চক্রবর্তী (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ২৮শে অক্টোবর, ২০১৮: পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকেরা দীর্ঘদিন থেকেই নানান সমস্যায় জর্জরিত। কখনো বা পিটিটি জট তো কখনো টেট জট, কখনও বা নির্বাচন কমিশনের  ভোট সংক্রান্ত কাজের চাপ তো কখনও বা মিড ডে মিলের চাপ। সমস্যা যেন কোনমতেই প্রাথমিক শিক্ষকদের পিছু ছাড়তে চাইছে না। এর মধ্যেই রয়েছে দীর্ঘদিন থেকে প্রাথমিকে বেতন বঞ্চনার অভিযোগ। এন.সি.টি.ই -এর নিয়মবলে সেই কবে থেকেই শিক্ষকদের যোগ্যতা হয়ে গেছে সর্বভারতীয় মানের। অর্থাৎ উচ্চমাধ্যমিক এ ৫০% নম্বর ও ২ বছরের ডিএলএড। অথচ বেতন পাচ্ছে মাধ্যমিক যোগ্যতার। এমনকি সরকারি বেতন পোর্টালেও তাদের যোগ্যতা করে রাখা হয়েছে মাধ্যমিক। এমতাবস্থায় উস্থি ইউনাইটেড প্রাইমারী টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন গত এক বছর থেকে কিছুটা হলেও প্রাথমিক শিক্ষকদের মধ্যে আশার আলো দেখাতে ও সমস্ত প্রাথমিক শিক্ষকদের রাজনীতির উর্দ্ধে গিয়ে এক হতে শিখিয়েছে। গত ৭ই আগস্ট, ২০১৮ সেইরকমই এক আন্দোলনে প্রায় ৪২ হাজার শিক্ষকের পদধ্বনীতে গর্জিত হয়েছিল কলকাতার রাজপথ। এবার আবার কলকাতার শহিদ মিনারের পাদদেশে আগামী ২৯ (দুপুর ২টো থেকে সারা রাত) ও ৩০ (বিকাল ৪টা পর্যন্ত) অক্টোবর, ২০১৮ তারিখ বসতে চলেছেন ধর্না ও অবস্থান বিক্ষোভে। অবস্থান সমাবেশের উদ্বোধন করবেন মাননীয় প্রাক্তন বিচারপতি শ্রী অশোক গঙ্গোপাধ্যায় মহাশয়। উস্থি ইউনাইটেড প্রাইমারী টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের দার্জিলিং জেলা কমিটির সভাপতি শ্রী সঞ্জয় পাল টি.এন.আইকে জানান, “কেন্দ্র সহ প্রায় সবকটি রাজ্যেই ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী প্রাথমিক শিক্ষকদের বেতনকাঠামো হল – ৯৩০০-৩৪৮০০ ও গ্রেড পে ৪২০০। অথচ কেবলমাত্র পশ্চিমবঙ্গেই মাত্র ৫৪০০-২৫২০০ ও গ্রেড পে ২৬০০। যা একজন পৌরসভা ড্রাইভারের বেতনের সমান! যা দুর্ভাগ্যজনকই না বরং লজ্জারও বটে! আমরা সকল শিক্ষক-শিক্ষিকারা সকলেই সোচ্চার হতে চলেছি পি.আর.টি স্কেলের দাবীতে এবং ধর্নায় বসতে চলেছি।”

সংবাদ চিত্র

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!