শিলিগুড়িতে মহাধুমধামে বাঙালী মতে পালিত হচ্ছে নবরাত্রি
ভাস্কর চক্রবর্তী (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ১১ই অক্টোবর, ২০১৮: নবরাত্রি; মূলতঃ ৯ রাত্র এবং ১০ দিন ব্যাপী এই উৎসব আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রথমা তিথিতে হিন্দু রীতি মেনে দেশের বিভিন্ন অংশে পালন করা হয়। প্রতি বছরের ন্যায় এবছরও শহর শিলিগুড়ির সুভাষপল্লীর বাসিন্দা শ্রী সুশীল পালের বাড়িতেও নবরাত্রি মহাসমারোহে পালিত হচ্ছে। এবার পাল বাড়ির পুজো ১৪ বছরে পদার্পণ করল। পুজোর উদ্যোক্তা হলেন ব্যবসায়ী সুশীল পাল। সুশীল বাবুর ছেলে শ্রী সুদীপ পাল বাংলার টি.এন.আই কে জানান, “এটা শিলিগুড়ির অন্যতম বাঙালী নবরাত্রি পুজো। যে দেবী পূজিতা হন তাঁর নাম বৈষ্ণো দেবী। আমরা তাকে মাতারানী বলে ডাকি। মাতারানীর পুজো সম্পূর্ণ বাঙালী মতেই করা হয়। বাড়ির এবং পাড়ার মহিলারাই এর আয়োজন করে থাকে। মহালয়ার পরের দিন থেকেই এই পুজো আরম্ভ হয়। চলে দশমী পর্যন্ত। অষ্টমী দিন ভক্তদের লুচি হালুয়া খাওয়ানো হয়। নবমী দিন হয় খিচুরি প্রসাদ। দশমী দিন সকালে সব আচার মেনে বিসর্জন দেওয়া হয়।”
ছবি: আর. সুব্রত (টি.এন.আই)