কুচবিহারের ওকড়াবাড়ি আলাবক্‌স উচ্চবিদ্যালয় ওয়াই.পি.টি.আর.সি’র বৃত্তি প্রদান

টি.এন.আই নিউজ সার্ভিস

বাংলাডেস্ক, টি.এন.আই, কুচবিহার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০১৯: গতকাল কুচবিহারের ওকড়াবাড়ি আলাবক্‌স উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হল ওয়াই.পি.টি.আর.সি {YPTRC (YOURS PRESENT TALENT RESEARCH BY CIRCLE)}  মেধা অন্বেষণ ২০১৮ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। স্থানীয় একলব্য পত্রিকার সম্পাদক শ্রী সম্রাট দাস প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রী বিপ্লব রহমান। এছাড়া উপস্থিত ছিলেন মহঃ তোফাজ্জল হোসেন, মহঃ সেকেন্দার হোসেন। ওয়াই.পি.টি.আর.সি এর কার্যকরী সভাপতি আরিফ হোসেন “৮৯০ জন পরিক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন, উত্তীর্ন হয়েছিলেন ৩৫৯ জন। প্রতি শ্রেণিতে প্রথম তৃতীয় জনকে বৃত্তি সহ প্রত্যেককেই পুরস্কৃত করা হয়েছে।” আজকের অনুষ্ঠানে শ্রী রাজশ্রী ঘোষের রবীন্দ্রসঙ্গিত আলাদা মাত্রা এনে দেয়। ছাত্র-ছাত্রী সহ অভিভাবকবৃন্দের উপস্থিতি ছিল নজরকাড়া।

খবর সুত্র এবং ছবি: সম্রাট দাস (কুচবিহার)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!