শিলিগুড়ি শহরে রাতে যানবাহনের দৌরাত্ম, পূজোর কদিন চালু হচ্ছে ‘নো এন্টি’
প্রণব দাস (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা জলপাইগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ১১ই অক্টোবর ২০১৮: দুর্গা পূজার চতুর্থী থেকেই শিলিগুড়ির বিভিন্ন এলাকায় যানজট নিয়ন্ত্রণের জন্য ‘নো এন্ট্রি’ চালু হতে চলেছে। বর্তমানে শিলিগুড়িতে রাত ৯ টার পর ট্র্যাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। এর পরই শহরের বিভিন্ন রাস্তায় বাইক আরোহীদের দাপট বেড়ে যায়। এরই পাশাপাশি শহরের দার্জিলিং মোড়, চম্পাসারি মোড় সংলগ্ন এলাকা দূরপাল্লার ভারী যানবাহনের দৌলতে কার্যত মরনফাঁদে পরিণত হচ্ছে। ট্র্যাফিক পুলিশের ডিউটি শেষ হয়ে যাওয়ার পর রাস্তা পেরতে স্থানীয়দের কিছুক্ষণের জন্য হিমসিম খেতে হচ্ছিল। শিলিগুড়ি মেট্রোপলিটন ট্রাফিক ইনচার্জ নরেন্দ্রনাথ ত্রিপাঠি এই প্রসঙ্গে বলেন রাত ৯ তার পর ট্র্যাফিক নিয়ন্ত্রণ উঠে যাওয়ায় এবং ‘নো এন্ট্রি’ গুলি দিয়ে যান-চলাচল শুরু হওয়ায় কিছুক্ষণের জন্য যানজট সৃষ্টি হচ্ছে। পুলিশের প্যাট্রল ভ্যান এই যানজট নিয়ন্ত্রণের জন্য সর্বক্ষণ মোতায়েন থাকছে বলে তিনি জানান। এরই সাথে তিনি বলেন এবার চতুর্থী থেকে পূজোর সব কটা দিন ভোর ৪ টে পর্যন্ত বিভিন্ন এলাকায় ‘নো এন্ট্রি’ চালু করা হবে।
ছবি: প্রণব দাস (টি.এন.আই)