রাফ্যাল কেলেঙ্কারী নিয়ে আলিপুরদুয়ারের জেলাশাসকের কংগ্রেসের ডেপুটেশন
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, আলিপুরদুয়ার, ১৪ই সেপ্টেম্বর, ২০১৮: আলিপুরদুয়ার জেলা কংগ্রেস পার্টির রাফ্যাল কেলেঙ্কারীর প্রতিবাদে জেলাশাসকের মাধ্যমে রাষ্ট্রপতিকে ডেপুটেশন দিল। এদিন কংগ্রেস কর্মিরা বিশাল মিছিল করে জেলাশাসকের দফতর ডুয়ার্সকন্যাতে হাজির হন। আলিপুরদুয়ার জেলা কংগ্রেস সভাপতি শ্রী বিশ্বরঞ্জন সরকার, এ.আই.সি.সি সদস্য শ্রী ভি. কে সিং, কংগ্রেস নেতা শ্রী শংকর মালাকার এই বিক্ষোভ ডেপুটেশনের নেতৃত্ব দেন। পরে কংগ্রেস নেতা শ্রী শংকর মালাকার বলেন মোদী সরকার ১ লক্ষ ৩০ হাজার কোটি টাকার যুদ্ধ বিমান রাফ্যাল চুক্তিতে দুর্নীতি করেছে। পার্লামেন্টে এ নিয়ে প্রশ্ন হলে প্রধানমন্ত্রী বিষয় এড়িয়ে যান। এটার তদন্ত আমরা চাই। এই জন্য জেলাশাসকের মাধ্যমে রাষ্ট্রপতিকে ডেপুটেশন দেওয়া হল। এই দিন মোদী সরকারের তীব্র সমালোচনা করেন কংগ্রেস নেতা শ্রী শংকর মালাকার।