জামালদহে বাইক – পিকআপ ভ্যান দুর্ঘটনা, আশঙ্কাজনক এক
স্বপন রায় বীর (টি.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, জামালদহ, ১৪ই সেপ্টেম্বর, ২০১৮: পিকআপ আর বাইকের মূখমুখী সংঘর্ষে আহত হয় এক বাইক আরোহী। তাকে আশঙ্কাজনক অবস্তায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুচবিহারের মেখলীগঞ্জের জামালদহে 12A রাজ্য সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে – দ্রুত গতির এক পিক আপ গাড়ি এবং একটি বাইক মূখমুখী সংঘর্ষ হয়৷ বাইকে ছিলেন দুইজন, তাদের হেলমেট না থাকায় বাইক চালক গুরুতর ভাবে জখম হন৷ আহত দুইজন যুবকের নাম প্রসেনজিত রায় এবং বিপ্লব রায়। দুজনের বাড়ি চ্যাংড়াবান্দার গোপালের হাট এলাকায়৷ জখম প্রসেনজিত রায় কে জলপাইগুড়ি সুপার স্পেশালিষ্ট হাসপাতালে রেফার করা হয়৷
ছবি ও ভিডিওঃ স্বপন রায় বীর (টি.এন.আই)
Facebook Comments