ইসলামপুরের দারিভিটে পাশা বদলঃ শত শত বিজেপি কর্মী তৃনমূলে চলে এল

দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ২৫শে ফেব্রুয়ারি, ২০১৯: দারিভিটের বীরবলডাঙ্গী গ্রামে ইসলামপুরের বিধায়ক কানাইয়ালাল আগরওয়ালের হাত থেকে দলীয় পতাকা নিয়ে পুরুষ ও মহিলা মিলিয়ে মোট তিনশ জন বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন। আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক্কালে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি নেতৃত্ব যেখানে দারিভিটকাণ্ডকে নির্বাচনী হাতিয়ার হিসাবে ব্যবহার করতে চাইছে সেখানে এদিনের যোগদান শাসকদল তৃণমূল শিবিরকে অনেকটাই শক্তিশালী করবে। পাশাপাশি এদিনের বিজেপি থেকে তৃণমূলে যোগদান বিজেপিকে অনেকটাই ব্যাকফুটে করে দিল বলে মত রাজনৈতিক মহলের। জানা গিয়েছে, ইসলামপুর ব্লকের পন্ডিতপোতা-২ গ্রাম পঞ্চায়েতের দারিভিটের বীরবলডাঙ্গী গ্রামে গত গ্রাম পঞ্চায়েত ভোটে বিজেপির প্রার্থী খর্গমোহন সিংহের নেতৃত্বে পুরুষ ও মহিলা মিলিয়ে মোট তিনশ জন ইসলামপুরের পুরচেয়ারম্যান তথা বিধায়ক কানাইয়ালাল আগরওয়ালের হাত দলীয় পতাকা নিয়ে তৃণমূলে যোগদান করেন। বিজেপির স্থানীয় বর্তমান পঞ্চায়েত সমিতির সদস্য চুনিলাল সিংহও এদিন তৃণমূলে যোগদান করেছেন। এদিনের সভায় পন্ডিতপোতা-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজী বেগম, তৃণমূল নেতা রশিদ আলম, ফালান বৈরাগী সহ অন্যন্যরাও উপস্থিত ছিলেন। ইসলামপুরের পুরচেয়ারম্যান তথা বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল বলেন, আমরা সারা বছর কাজ করি, বসে থাকি না, ভোটের সময় উড়ে এসে জুড়ে বসি না, প্রত্যেকটি মানুষের সাথে আমাদের যোগাযোগ রয়েছে। লোকসভা ভোটে ৫০ হাজারের বেশি লিড দেব। উন্নয়ন দেখেই মানুষ তৃণমূলে যোগদান করছে।

ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!