ফালাকাটায় শুরু হল কর্মসংস্থান এর লক্ষে কর্মসহায়ক মূলক প্রশিক্ষণ শিবির
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, ফালাকাটা, ২৫ই জুন, ২০১৮: ফালাকাটা ব্লক স্বনির্ভর ও স্বনিজুক্তি দপ্তরের উদ্যোগে স্বনির্ভরতা ও কর্মসংস্থান এর লক্ষে যুবক যুবতী ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে ফালাকাটা ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত দপ্তরে শুরু হলো কর্মসহায়ক মূলক প্রশিক্ষণ শিবির। ইলেকট্রিসিয়ান, মাশরুম কালটিভিশন, পাট দ্বারা দ্রব্য তৈরি ও বাঁশজাত দ্রব্য তৈরির প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত দপ্তর প্রাঙ্গণে। ফালাকাটা ব্লকের ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে ৩০ জন যুবকদের নিয়ে শুরু হয়েছে ইলেকট্রিসিয়ান প্রশিক্ষণ শিবির। এই ইলেকট্রিসিয়ান প্রশিক্ষণ শিবির চলবে ৪০ দিন পর্যন্ত। প্রশিক্ষণ দিচ্ছে আলিপুরদুয়ার জিওগ্রাফিক্যাল সোসাইটি। দেওমালির নিবেদিতা এস.এস.কে’তে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে শুরু হয়েছে মাশরুম কালটিভিশন প্রশিক্ষণ শিবির। এই শিবিরে ৩০ জন স্বনির্ভর গোষ্ঠীর মহিলা ৩০ দিনের প্রশিক্ষণ নেবেন।
প্রশিক্ষণ দিচ্ছে শিবনাথপুর যুব সংঘ। গোয়াবনগর গ্রাম পঞ্চায়েত ৩০ জন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে শুরু হয়েছে পাট দারা দ্রব্য তৈরির প্রশিক্ষণ শিবির। ৩০ দিনের এই প্রশিক্ষণ শিবিরের প্রশিক্ষণ দিচ্ছে নর্থবেঙ্গল আর্ট অ্যাকাডেমি। ফালাকাটা ব্লকের সালকুমার গ্রাম পঞ্চায়েত স্বনির্ভর গোষ্ঠীর ৩০ জন মহিলাদের নিয়ে শুরু হয়েছে বাঁশ জাত দ্রব্য প্রশিক্ষণ শিবির। এই প্রশিক্ষণ শিবির চলবে ২০দিন ধরে এর প্রশিক্ষণ দিচ্ছে তালেস্বরগুড়ি সোশাল ওয়েলফেয়ার। এই প্রশিক্ষণ গুলি দেওয়ার দায়িত্বে রয়েছে সমাজ সেবী সংগঠন। ফালাকাটা ব্লক স্বনির্ভর ও স্ব্নিজূক্তি দপ্তর এর সহায়তা ও সহোজোগীতা ও আয়োজন করেছে। এই খবরটি জানিয়ে ফালাকাটা ব্লক স্বনির্ভর ও স্ব্নিজূক্তি দপ্তরের সুপারভাইজর বিশ্বদীপ চৌধুরী বাবু আর বলেন, কর্মসংস্থান ও স্বনির্ভর করার লক্ষে এই দপ্তর প্রতিনিয়ত কাজ করে চলেছে। এখান থেতে প্রশিক্ষণ নিয়ে জিনিস তৈরি করে কর্মতীর্থ থেকে বিক্রির ব্যাবস্থা করে দেওয়া হবে।
ছবি: অরুনাংশু মৈত্র (টী.এন.আই)