ঠাকুর পঞ্চানন বর্মার ৮৪ তম তিরধান দিবস পালিত হল শিলিগুড়িতে
টি.এন.আই নিউজ সার্ভিস
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ৯ই সেপ্টেম্বর, ২০১৮: আজ সকালে ঠাকুর পঞ্চানন বর্মা স্মারক সমিতির উদ্যোগে ঠাকুর পঞ্চানন বর্মার ৮৪ তম তিরধান দিবস পালিত হল শিলিগুড়িতে। অনুষ্ঠানের প্রথম পর্বে শিলিগুড়ির নৌকাঘাট মোড়ে অবস্থিত ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করেন ঠাকুর পঞ্চানন বর্মা স্মারক সমিতির উপস্থিত সদস্যরা। এরপরে দ্বিতীয় পর্যায়ে বেলা ১১টা নাগাদ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের পাশে ঠিকনিকাটা, শুশ্রতনগরে সমিতির উদ্যোগে স্বেচ্ছা রক্তদান শিবির উদ্বোধন করেন রাজ্যের পর্যটন মন্ত্রী শ্রী গৌতম দেব মহাশয়।
Facebook Comments