ভারতীয় ফুটবলার ভাস্কর গাঙ্গুলীর উপস্থিতিতে ইসলামপুরে সূচনা হল নৈশ ফুটবলের
দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ৯ই সেপ্টেম্বর, ২০১৮: শনিবার ইসলামপুর হাইস্কুল মাঠে মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত নৈশ ফুটবল টুর্নামেন্টের সূচনা হয়েছে। ভারতীয় ফুটবলের প্রাক্তন অধিনায়ক ভাস্কর গাঙ্গুলী এদিন টুর্নামেন্টের উদ্বোধন করেন। পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার চিফ প্যাট্রন তথা পুর চেয়ারম্যান তথা বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল। এছাড়াও মহকুমা ক্রীড়া সংস্থা পরিবেশিত বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় এবছরের নৈশ ফুটবল টুর্নামেন্ট। এদিনের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়েল এফ সি শিলিগুড়ি বনাম সোনাপুর মিশন ইউনাইটেড।
নির্ধারিত সময়ে ফলাফল অমীমাংসিত থাকায় খেলা ট্রাইব্রেকারে পৌঁছয়। ৪-২ গোলের ব্যবধানে রয়েল এফ.সি কে হারিয়ে সোনাপুর জয়ী হয়। ইসলামপুর মহকুমা ক্রীড়া সংস্থা জানিয়েছে, রবিবারের খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে মালদা গুড মর্নিং ক্লাব বনাম গ্রীন বেঙ্গল আলিপুরদুয়ার। ইসলামপুরের মাঠে নৈশ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে। ইসলামপুরের মাঠে অস্থায়ী বাঁশের গ্যালারি তৈরি করে ইতিহাস সৃষ্টি করেছে মহকুমা ক্রীড়া সংস্থা। উল্লেখ্য, দীর্ঘ দুই দশক পর মহকুমা ক্রীড়া সংস্থার পূর্ণাঙ্গ কমিটি পরিচালিত কে জে বোস মেমোরিয়াল চ্যাম্পিয়ন ও উর্মিলা স্মৃতি রানার্সআপ নকআউট নৈশ ফুটবল শহরজুড়ে শোরগোল ফেলে দিয়েছে।
ছবিঃ দীপঙ্কর দে (টি.এন.আই)