“রীতিমত কোমরে বস্তা বেধে বিজেপিতে নেমেছি” – রোনাল্ড দে
ভাস্কর চক্রবর্তী (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ৭ই সেপ্টেম্বর, ২০১৮: বিজেপিতে যোগ দিলেন কংগ্রেসের দাপুটে যুব নেতা তথা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক তথা ছাত্র পরিষদের প্রাক্তন জেলা সভাপতি শ্রী রোনাল্ড দে। শুক্রবার তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেলা সভাপতি শ্রী অভিজিৎ রায় চৌধুরী। এই উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনে অভিজিৎ বাবু সাংবাদিকদের জানান “উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ৪০ বছর পরে যখন এস.এফ.আই থেকে ছাত্র পরিষদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ছিনিয়ে নেয় তখন রোনাল্ড দে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জেনারেল সেক্রেটারি ছিল”। পাশাপাশি রনাল্ড দে বলেন “অভিজিৎ দা আগাগোড়াই আমার রাজনৈতিক নেতা। আমরা প্রতিটি পদক্ষেপে তৃনমূলের সঙ্গে লড়াই এর জন্যে প্রস্তুত। এই দিন রোনাল্ড বাবুর পাশাপাশি, আদিত্য কিরণ রুদ্র ও আরও ৪২ জন ছাত্র পরিষদ ছেড়ে বিজেপিতে যোগ দেন। তাঁর বিরুদ্ধে মিথ্যে মামলার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন “রীতিমত কোমরে বস্তা বেধে বিজেপিতে নেমেছি। যতই আঘাত আসুক আমারা প্রতিকার করবই”।