শিলিগুড়ি কলেজে চালু হল স্নাতকোত্তর পাঠক্রম সাথে কলেজ ইউনিফর্ম
ভাস্কর চক্রবর্তী (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ৭ই সেপ্টেম্বর, ২০১৮: আজ থেকে উত্তরবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী কলেজ অর্থাৎ শিলিগুড়ি কলেজে ভূগোল ও বাংলা বিভাগে স্নাতকোত্তর পাঠক্রমের আনুষ্ঠানিক ভাবে চালু করা হল। এছাড়াও কলেজে এক অভিন্নতার পরিবেশ অক্ষুন্ন রাখার জন্য শুরু করা হল ইউনিফর্ম। এই উপলক্ষ্যে শিলিগুড়ি কলেজে একটি ছোট্ট উদ্বোধন আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মাননীয় পর্যটন মন্ত্রী শ্রী গৌতম দেব মহাশয় ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাননীয় ডঃ সুবীরেশ ভট্টাচার্য মহাশয়। তাদের হাতেই উদ্বোধন হল কলেজের ইতিহাসে প্রথম স্নাতকোত্তর পাঠক্রম এবং কলেজ ইউনিফর্ম। এদিনের মঞ্চে উপস্থিত ছিলেন শিলিগুড়ি কলেজ পরিচালন সমিতির সভাপতি মাননীয় শ্রী জয়ন্ত কর মহাশয়; শিলিগুড়ি কলেজের অধ্যক্ষ, মাননীয় ডঃ সুজিত ঘোষ এবং শহরের বিশিষ্টজনেরা। এছারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি কলেজের বিভিন্ন বিভাগের অধ্যাপক-অধ্যাপিকারা। শিলিগুড়ি কলেজের অধ্যক্ষ টি.এন.আইকে জানান, ভূগোল ও বাংলা বিভাগের স্নাতকোত্তর পাঠক্রম চালু হওয়ায় অধিক ছাত্র-ছাত্রীরা উচ্চতর ও উন্নত শিক্ষার আলোয় আলোকিত হতে পারবে এবং কলেজ প্রাঙ্গণে যাতে অভিন্নতার পরিবেশ বজায় থাকে তার জন্য এই ইউনিফর্ম সিস্টেম চালু করা হয়েছে। এর মাধ্যমে কলেজ সময়ে বহিরাগতদের প্রবেশও আটকানো সম্ভব।
ছবিঃ শিলিগুড়ি কলেজ পরিচালন সমিতি