উত্তর দিনাজপুরে তৃণমূলের ভোটে পন্ডিতপোতায় প্রধান হলো নির্দল
দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ৭ই সেপ্টেম্বর, ২০১৮: গতকাল তৃণমূলের প্রতীকে জয়ী সদস্যের ভোটে পন্ডিতপোতা – ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান হলেন নির্দল সদস্যা সনজিদা নাজ। এলাকায় অঘোষিত কারফুয়ের আতঙ্কের মধ্যেই এদিন নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্যে পন্ডিতপোতা – ১ গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন প্রক্রিয়া শান্তিপূর্ণ সম্পন্ন হয়। জানা গিয়েছে, এদিন তৃণমূলের প্রতীকে জয়ী ৬ সদস্যের মধ্যে ৫ সদস্য একত্রিত হয়ে সালেনা পারভিনের নাম প্রধান পদে প্রস্তাব করে ভবেষ সিংহ। অন্যদিকে নির্দল সদস্যা সনজিদা নাজের নাম প্রধান পদে প্রস্তাব আসায় নির্দল ৫ সদস্য ও তৃণমূলের প্রতীকে জয়ী সদস্য মুজফ্ফরের ভোটে সংখ্যাগরিষ্ঠ পেয়ে সনজিদা নাজ প্রধান নির্বাচিত হন এবং মুজফ্ফর উপ প্রধান নির্বাচিত হয়েছেন। ভবেষ সিংহ বলেন, আগেও বোর্ড গঠনের দিন ঠিক করা হয়েছিল কিন্তু গন্ডগোল, মারামারি হওয়ায় আজ ফের বোর্ড গঠন হচ্ছে। ওরা আমাদের একজনকে কেড়ে নিয়ে মেজরিটি করেছে তাই ওদের প্রধান হয়েছে। নব নির্বাচিত প্রধান সনজিদা নাজ বলেন, আমাদের মেজরিটি থাকাতে আমাদের সদস্যরা আমাকে প্রধান নির্বাচিত করেছেন। সমস্ত রকমের বিতর্ককে সরিয়ে ফেলে এলাকার উন্নয়নে মানুষের স্বার্থে সবাইকে সাথে নিয়ে কাজ করবে এই বোর্ড। তবে এদিনের বোর্ড গঠনকে কেন্দ্র করে পন্ডিতপোতা – ১ গ্রাম পঞ্চায়েত এলাকাকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল। অফিসারদের বুকে লাগানো ছিল ইউএসবি ভিডিও ক্যামেরা। সকাল থেকেই এলাকায় চলছিল পুলিশের রুটমার্চ। সবমিলিয়ে বোর্ড গঠন প্রক্রিয়া শান্তিপূর্ণ মেটায় স্বস্তিতে পন্ডিতপোতা – ১ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। উল্লেখ্য, এর আগে নির্দল প্রার্থীরা সবাই তৃনমূল পার্টিতে যোগদান করে।
ছবিঃ দীপঙ্কর দে (টি.এন.আই)