তৃণমূলী সন্ত্রাসের বিরুদ্ধে বিজেপির ইসলামপুর থানায় গনঅবস্থান ও ডেপুটেশন
দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ৭ই সেপ্টেম্বর, ২০১৮: রাজ্যজুড়ে তৃণমূলী সন্ত্রাস ও পুলিশি হয়রানির বিরুদ্ধে শুক্রবার বিজেপির পক্ষ থেকে উত্তর দিনাজপুর জেলায় গন অবস্থান ও ডেপুটেশন আহ্বান করা হয়েছে। জানা গিয়েছে, এদিন জেলার ইটাহার ও ইসলামপুর থানায় বিজেপি গন অবস্থান ও ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করেছে। উত্তর দিনাজপুর জেলা সাধারণ সম্পাদক সুরজিৎ সেনের নেতৃত্বে ইসলামপুর থানার সামনে মহকুমার নেতা কর্মীরা গন অবস্থান ও ডেপুটেশনে হাজির হয়। জেলায় বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো, দলীয় নেতাকর্মীদের খুন, বিজেপিতে যোগদান করা সংখ্যালঘু ভাইদের জমি জবরদখল এবং মুসলিমদের ধর্মের দোহাই দেওয়া সহ শাসকদলের এহেন সন্ত্রাসের বিরুদ্ধে জেলার থানা গুলিতে দফায় দফায় গন অবস্থান ও ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি। অবিলম্বে তৃণমূলের এহেন সন্ত্রাস বন্ধ না হলে আগামীতে বৃহত্তর জঙ্গি আন্দোলনে নামা হবে বলে জানিয়েছেন জেলা সাধারণ সম্পাদক সুরজিৎ সেন। এদিনের ইসলামপুর থানায় কর্মসূচিতে টাউন সভাপতি সৌম্যরূপ মন্ডল, তপন রায় সহ অন্যন্যরাও উপস্থিত ছিলেন।
ছবিঃ দীপঙ্কর দে (টি.এন.আই)