ফালাকাটার মুজনাই শ্মশান ঘাটের অবস্থা বেহাল – দাবী সংস্কারের

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ৭ই মে, ২০২১: ফালাকাটা ব্লক এর দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিম দেওগাঁওয়ে মুজনাই শ্মশান ঘাটে অবস্থিত শ্মশান ও শ্মশান যাত্রীদের জন্য বিশ্রামের শেড থাকলেও সংস্কারের অভাবে আগাছায় পরিত্যক্ত অবস্থায় রয়েছে। নদীর চরে মৃতদেহ দাহ করা হচ্ছে সংস্কারের অভাবে অভিযোগ গ্রামবাসীদের। অপরিকল্পিত ভাবে শ্মশানের চুল্লি বসানোর ফলে মৃতদেহ পোড়াতে গেলে মৃতদেহ গড়িয়ে নদীতে পরে যায় বলে অভিযোগ গ্রামবাসীর। শুধু তাই নয় মুজনাই নদীর তীরে তৈরি শ্মশানটির অবস্থাও বেহাল। সরকারি অর্থ ব্যয়ে নির্মিত শ্মশান এখন আগাছায় জরাজীর্ণ অবস্থায় অকেজো হয়ে রয়েছে। শ্মশান সংস্কার করে ব্যবহারের উপযুক্ত করে দেওয়ার দাবি তুলছেন এলাকাবাসী। এই প্রসঙ্গে দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রোহিফুল আলম জানান, বর্তমান শ্মশানটি সংস্কার করার উদ্যোগ দ্রুত নেওয়া হবে, যদি সেটা অকেজো হয় তবে পরবর্তীতে গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে নতুন করে তৈরি করার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহন করা হবে।

ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!