মাথাভাঙ্গায় বসছে দ্রুতগতির যান ধরতে আধুনিক স্পিডগান মেশিন
স্বপন রায় বীর (টি.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, মাথাভাঙ্গা, ৪ঠা সেপ্টেম্বর, ২০১৮: একের পর এক ঘটছে পথ দুর্ঘটনা, কখনো মুখমুখী সংঘর্ষ, কখনো বা পাস-কাটিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ঘটছে দুর্ঘটনা৷ পরিসংখানে দুর্ঘটনায় মৃত্যূর পরিমাণ বেড়েই চলছে৷ এক দিকে সেভ ড্রাইভ সেভ লাইভ এর সচেতনমূলক প্রচার করার পাশাপাশি এবার বেপারোয়া গতির যানবাহন চলাচল বন্ধ করতে বিশেষ উদ্যোগ নিলো কোচবিহার পুলিশ৷ আজ, কোচবিহারের মাথাভাঙ্গা এবং মেখলিগঞ্জ মহকুমার ট্রাফিক পুলিশের উদ্যোগে আধুনিক স্পীডগান বসিয়ে 12 A রাজ্য সড়ক পথের জামালদহ এলাকায় দ্রুতগতির বেপারোয়া গাড়ি গুলোকে আটক করে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে কুচবিহার ট্রাফিক পুলিশ৷ আধুনিক এই স্পীড মেশিন যে কোন যানবহনের গতি চলন্ত অবস্থায় পরিমাপ করে দিচ্ছে, আর সীমাবদ্ধ গতির বাইরে গেলেই মেশিন এলার্ট করে দিচ্ছে। যার ফলে বেপারোয়া গতির গাড়ির চালক বাধ্য হচ্ছে জরিমানা দিতে৷ আজকের এই বিশেষ অভিযানে মেখলিগঞ্জ পুলিশের ট্রাফিক বিভাগে দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার শ্রী নকুল রায় এবং মাথাভাঙ্গা থানার ট্রাফিক ওসি শ্রী সুনীতি সুবার নেতৃত্বে যান চলাচলে বিশেষ নিয়ন্ত্রণ করার জন্য ব্যবস্থা নেওয়া হয়৷ উল্লেখ্য যে, সড়ক পথে দুর্ঘটনা এড়াতে পুলিশের এই ভূমিকাকে সাধুবাদ জানান এলাকার মানুষজন৷
ভিডিওঃ স্বপন রায় বীর (টি.এন.আই)