রবিবাসরীয় শিলিগুড়িতে অনুষ্ঠিত হল কবিতার যুগলবন্দী অনুষ্ঠান “কবিতার বন্দিশ”

ভাস্কর চক্রবর্তী (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ৪ঠা সেপ্টেম্বর, ২০১৮: গত ২রা সেপ্টেম্বর, রবিবার, এই সময়ের সুপরিচিত তরুণ কবি সুভান ও উদ্যমী আবৃত্তিকার রিনিক্তা দাশগুপ্তের তদারকিতে এবং ইচ্ছেবাড়ির সহযোগিতায় শীতশহর শিলিগুড়িতে সুসম্পন্ন হল কবিতার যুগলবন্দী অনুষ্ঠান “কবিতার বন্দিশ”। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিশিষ্ট নক্ষত্ররা। অনুষ্ঠানের সূচনা হয় শিলিগুড়ির বিশিষ্ট সংগীত শিল্পী প্রমা চক্রবর্তীর মনমুগ্ধকর গান দিয়ে। এবং মঞ্চ সঞ্চালনার দায়িত্বভারে ছিলেন বিশিষ্ট সঞ্চালিকা জুঁই ভট্টাচার্য।

কবির কন্ঠে তাঁর রচনা তথা বিশিষ্ট বাচিকশিল্পীদের মন্ত্রমুগ্ধ উচ্চারণ যেন এক স্বর্গীয় বাতাবরণের সৃষ্টি করেছিল ইচ্ছেবাড়িতে রবিবার সন্ধ্যায়, সঙ্গে আবহে ছিল নবীন বেহালাবাদক পারিজাত ভট্টাচার্য। কবি ও বাচিকশিল্পীর যে জুটিরা মঞ্চ আলোকিত করেছিলেন তারা হলেন কবি সমর চক্রবর্তী ও ড. পার্থপ্রতিম পান, সেবন্তী ঘোষ ও গীতালি চক্রবর্তী, অনিন্দিতা গুপ্তরায় ও সুবীর ভট্টাচার্য, মনোনীতা চক্রবর্তী ও পারমিতা দাশগুপ্ত, শুভ্রদীপ রায় ও কল্লোল দে, এবং সুভান ও রিনিক্তা দাশগুপ্ত। বিশিষ্ট ভূমিকায় যাদের উপস্থিতি ছিল লক্ষনীয় তারা হলেন তপন রায়প্রধান,  জয়িতা ভট্টাচার্য, জিষ্ণু ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিশিষ্টজনেরা ও কবিতাপ্রেমি সাধারণ মানুষ। ইচ্ছেবাড়ির কর্নধার, শ্রীমতী অভয়া বসু টি.এন.আইকে জানান, শিলিগুড়ির ইতিহাসে এমন যুগলবন্দী, এমন আবহ এমন সন্ধ্যা প্রথম আয়োজন। ইচ্ছে থাকছে এইরূপ যুগলবন্দী যেন আরও বৃহত্তর পরিসরে প্রতিস্থাপনের।

ছবিঃ ভাস্কর চক্রবর্তী (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!