দ্রুতগতির ফলে মাথাভাঙ্গায় ফের সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল যুবকের
স্বপন রায় বীর (টি.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, মাথাভাঙ্গা, ৪ঠা সেপ্টেম্বর, ২০১৮: কুচবিহারের মাথাভাঙ্গার ভেলাকবা এলাকার পথ দুর্ঘটনার ছয় জন মৃত্যুর রেশ কাটতে না কাটতে ফের মাত্র পাচ কিমি রাস্তা দূরে মেখলীগঞ্জের জামালদহের থেলপুরমোর এলাকায় দ্রুত গতির বাইক এবং একটি আল্ট্রার মুখমুখী সংঘর্ষে ঘটনাস্থলের মৃত্যু হল এক বাইক আরোহীর৷ মৃত বাইক আরোহীর নাম লিটন মন্ডল (৩৮), বাড়ি মেখলীগঞ্জের চিতিয়াডাঙ্গা এলাকায়৷ স্থানীয় সূত্রে জানা গেছে -সড়ক পথের ওই এলাকা মূলত “ইউ-টার্ন” এলাকা, বিপদ জনক টার্ন থাকায় গাড়ি ধীরে চালাতে হয় কিন্তু, মৃত বাইক আরোহী দ্রুত গতিতে সড়ক টার্ন টি পেরোনোর সময় মুখমুখী আসা এক আল্ট্রার সাথে সজোরে ধাক্কা খায়৷ দুমড়ে মুচড়ে যায় বাইক, আর আল্ট্রার সামনের অংশ ভেঙ্গে যায়৷ বাইক আরোহীর হেলমেট ছিলনা, তবে কোমর এবং মাথায় চোট লাগায় সঙ্গে সঙ্গে মৃত্যূ হয় বলে জানা যায়৷ ঘটনা স্থলে ছুটে আসে মেখলিগঞ্জ থানার পুলিশ৷ দুর্ঘটনাকে কেন্দ্র করে প্রায় তিন ঘন্টা রাস্তা অবরোধ হয়ে যায়৷
ভিডিওঃ স্বপন রায় বীর (টি.এন.আই)