কলকাতার কাঁকুড়গাছি সবুজ সংঘের পরিচালনায় অনুষ্ঠিত হল প্রাক শিক্ষক দিবস
ভাস্কর চক্রবর্তী (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, কলকাতা, ৩রা সেপ্টেম্বর, ২০১৮: গতকাল কলকাতার থানা রোডে অবস্থিত কাঁকুড়গাছি সবুজ সংঘের পরিচালনায় আজ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে কৃতি ছাত্র-ছাত্রীদের দেওয়া হল সংবর্ধনা। এছাড়াও ছিল স্বেচ্ছায় রক্তদান শিবির। শিবির থেকে প্রাপ্ত বিভিন্ন গ্রুপের রক্ত সরাসরি কলকাতা ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের মুখ্য পর্ব ছিল, প্রাক শিক্ষক দিবস উদযাপন। উক্ত অনুষ্ঠানের মাধ্যমে সংশ্লিষ্ট ওয়ার্ড এ থাকা সমস্ত শিক্ষকদের উপযুক্ত সম্মান ও সংবর্ধনা দেওয়া হয়, ক্লাব কর্তৃপক্ষদের পক্ষ থেকে। মঞ্চে জ্বলজ্বল করছিল যেসব নক্ষত্ররা, তাদের মধ্যে উল্লেখযোগ্য শ্রী প্রতুল মুখোপাধ্যায়; প্রবীণ সঙ্গীতজ্ঞ ও বিশিষ্ট কবি, শ্রী প্রবীর দাস; প্রাক্তন রেজিস্ট্রার, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, এবং শ্রী স্বপন সমাদ্দার; মহানাগরিক, কলকাতা, প্রভু জগৎবন্ধু আশ্রমের মঠধারীরা। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ।