বছরের প্রথম ডার্বি ড্রয়ে শেষ হল ‘পরেরটাতে হারবি’ মনের আশায়

টি.এন.আই  নিউজ সার্ভিস

বাংলাডেস্ক, টি.এন.আই, কলকাতা, ২রা সেপ্টেম্বর, ২০১৮: অনেক প্রত্যাশা জেগেছিল, অনেক আশা জেগেছিল। যতবার ডার্বি ততবার হারবি স্লোগান ছিল ছিল দুই শিবিরেই। তবে শেষে যে আশঙ্কা করা হয়েছিল সেটাই হল। খেলা শেষ হল অমীমাংসিত ভাবে। গোল লাইন ২ – ২ ড্র। আজ ছিল বছরের প্রথম ডার্বি অর্থাৎ ইষ্ট-মোহনের লড়াই। যুবভারতীতে ১৫৩ তম ডার্বিতে মুখোমুখি ময়দানের দুই প্রধান অর্থাৎ ইস্টবেঙ্গল ও মোহবাগান। তবে জাত চিনিয়েছে লাল হলুদ। প্রথমে পর পর দুই গোল খাওয়ার পরে শোধ করে লাল হলুদ। প্রথম গোল মোহনবাগানের পিন্টু মাহাতো ম্যাচের ১৯ মিনিটে। এরপর মাত্র ১০ মিনিটের মধ্যে ইষ্টবেঙ্গলের গোলে বল জড়ান হেনরি (২৯”)। প্রথমার্ধ শেষ হয় ইষ্টবেঙ্গলের জনি অ্যাকোস্টার গোলে। তিনি আবার বিশ্বকাপার বটে। দ্বিতীয় হাফে  কর্নার কিকে পুরোপুরি ভাবে গোল শোধ করেন রালতে। ম্যাচ শেষে দুই যুযুধানের পয়েন্ট দাঁড়াল ২০। গোল সংখ্যায় মোহনবাগান থাকল এগিয়ে। তবে ডার্বির পয়েন্টে নয়, ম্যাচ জেতায়। তাই দেখা গেল হতাশ মুখে ফিরে যেতে সমর্থকদের।

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!