হাত-খরচ বাঁচিয়ে কেরলের বন্যায় সাহায্য করল ধুপগুরির মিশনারি স্কুলের ছাত্ররা
অঙ্কিতা সেন (টী.এন.আই) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, ধুপগুড়ি ২৯শে অগাস্ট, ২০১৮: ছাত্র ছাত্রীরা নিজেদের হাতখরচের টাকা বাঁচিয়ে কেরলের বন্যাদুর্গতদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল। ধুপগুড়ির মাউন্ট কারমেল স্কুলের ছাত্রছাত্রীরা বন্যাদুর্গত দের পাশে দাঁড়াতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সহায়তায় কেরলের মুখ্যমন্ত্রী ত্রান তহবিলে চুয়াল্লিশ হাজার নয়শো ষাট টাকা এদিন জমা করল। বিদ্যালয়ের অধ্যক্ষ ফাদার ফ্রান্সিস থ্যাঙ্কাচেন জানান ছাত্র ছাত্রীরা নিজেদের হাতখরচ ও নিজেদের সঞ্চিত টাকা যেভাবে দূর্গতদের সাহায্যের জন্য দান করেছে তা সত্যিই প্রশংসনীয়। তাদের এই উদ্যোগ সমাজের যুব প্রজন্মকে দুর্গতদের পাশে দাঁড়াবার উৎসাহ যোগাবে বলে তিনি জানান।
Facebook Comments