বিভিন্ন দফতরের দাবি দাওয়া নিয়ে সিটুর বিক্ষোভ মিছিল জলপাইগুড়িতে

সুপ্রিয় বসাক (টী.এন.আই) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই জলপাইগুড়ি ১৭ই জানুয়ারি ২০১৮: বিভিন্ন দফতরের দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ মিছিল জলপাইগুড়ি শহরে। পশ্চিমবঙ্গ মিড-ডে মিল কর্মী ইউনিয়ন, পশ্চিমবঙ্গ আই.সি.ডি.এস ইউনিয়ন,  নিক্ষিলবঙ্গ পাশ্বশিক্ষক সমিতি ও পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্য কর্মী ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠন তাদের দাবি দাওয়া নিয়ে বুধবার জলপাইগুড়ি শহরের সমাজ পাড়া মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল করেন। শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে বিক্ষোভ মিছিলটি জেলা শাসক দফতরে  অভিযান করে। কেন্দ্রীয় সরকারে শ্রমিক বিরোধী ও দেশ বিরোধী নিতীর প্রতিবাদ জানানো হয় মিছিল থেকে। জেলা শাসকে দপ্তরে বিভিন্ন দাবি দাবা নিয়ে স্মারক লিপি জমা দেয়। স্মারক লিপিতে বিক্ষোভ কারীদের দাবি সরকারি প্রকল্পে কর্মরত কর্মীদের সরকারি কর্মীর স্বীকৃতি।  মিড-ডে মিলে ছাত্র ছাত্রীদের পিছু ও আই.সি.ডি.এস এ শিশু ও মায়েদের খাদ্যের বরাদ্দ নুন্যতম ১০ টাকা  করতে হবে। সরকারি পরিসেবা প্রকল্পে আসন্ন বাজেটে বরাদ্দ বৃদ্ধি করতে হবে। মাসিক বেতন নুন্যতম আঠারো হাজার টাকা ও মাসিক পেনশন তিন হাজার টাকা করার দাবি জানানো হয়। ই.পি.এফ ও ই.এস.আই সহ সামাজিক সুরক্ষা এবং সমকাজে সমমজুরি প্রদান করা দাবি সহ বিভিন্ন দাবি জানানো হয়। এই স্মারক লিপিটি জেলা শাসকের মাধ্যমে এদিন প্রধানমন্ত্রী ও রাজ্যের অর্থমন্ত্রীর কাছে স্বারক লিপিটি প্রদান করা হয়েছে।

ছবিঃ সুপ্রিয় বসাক (টী.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!