জলপাইগুড়িতে মদ সহ গ্রেফতার এক মহিলা, অভিযোগ মদ বিক্রির
সুপ্রিয় বসাক (টী.এন.আই) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই জলপাইগুড়ি ১৭ই জানুয়ারি ২০১৮: মদ সহ গ্রেফতার এক মহিলা। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহর লাগোয়া মন্ডলঘাট – ঢাইপাড়া এলাকায়। মঙ্গলবার রাতে জলপাইগুড়ি কোতয়ালী থানায় সাদা পোশাকের পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে অভিযান চালায় এই এলাকায়। এলাকার বাসিন্দা শ্রীমতী গীতা রায় বাড়িতে থেকে দেশি বিদেশী মদ বিক্রি করত বলে অভিযোগ উঠছিল। অভিযোগ পেয়ে এই এলাকায় শ্রীমতী গীতা রায়ের উপর নজর রাখতে শুরু করে। শেষ পর্যন্ত মঙ্গলবার গোপন সুত্রে পুলিশ খবর পায় গীতা রায়ের বাড়িতে প্রচুর পরিমান মদ মজুত করা হয়েছে। খবর পেয়ে সাদা পোশাকে পুলিশ এই এলাকায় হানা দেয়। গীতার বাড়িতে হানা দিয়ে উদ্ধার হয় বিপুল পরিমান মদ। মদ সমেত ওই মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার ওই মহিলাকে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়। জলপাইগুড়ি কোতয়ালী থানায় আই.সি শ্রী বিশ্বাশ্রয় সরকার জানান, আমাদের কাছে গোপন সুত্রে খবর আসে ওই মহিলা বাড়িতে থেকে মদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। অভিযান চালিয়ে মদ সমেত ওই মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে।
ছবিঃ সুপ্রিয় বসাক (টী.এন.আই)